digit zero1 awards

মাত্র 399 টাকায় মিলবে 30Mbps ইন্টারনেট স্পিড, BSNL অফার করছে দুর্দান্ত প্ল্যান

মাত্র 399 টাকায় মিলবে 30Mbps ইন্টারনেট স্পিড, BSNL অফার করছে দুর্দান্ত প্ল্যান
HIGHLIGHTS

BSNL এন্ট্রি লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে 399 টাকা থেকে

এই প্ল্যানে অফার করা হচ্ছে 30 Mbps স্পিডের ডেটা

এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান পাওয়া যাবে লিমিটেড টাইম পিরিয়ডে

আপনি যদি কম খরচের মধ্যে ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের খোঁজ করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে 399 টাকার এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানে ইউজারদের অফার করা হবে 30 Mbps স্পিডের ডেটা। তবে এই প্ল্যান পাওয়া যাবে 90 দিনের লিমিটেড পিরিয়ডে।

BSNL 399 টাকার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান-

BSNL 399 টাকার এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যানে মোট ডেটা পাওয়া যাচ্ছে 1000GB। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট চলবে 2 Mbps স্পিডে। এই BSNL প্ল্যান এক্সপায়ার হয়ে গেলে অটোমেটিকভাবে সুইচ করা যাবে 499 টাকার ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানে। এই ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। 499 টাকার ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানকে AmazonPay ICICI ব্যাঙ্কের ক্রেডিড কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে 2% ক্যাশব্যাক।তবে BSNL 399 টাকার এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যান কেবল পাওয়া যাবে তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা এবং কেরালাতে।

BSNL 499 টাকার ফাইবার বেসিক প্ল্যান-

এই BSNL ফাইবার বেসিক প্ল্যানে পাওয়া যাবে 30 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড। এই BSNL 499 টাকার প্ল্যানে অফার করা হচ্ছে 3.3TB পর্যন্ত ডেটা। এই প্ল্যানে ডেটার FUP লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে Mbps স্পিডে। সেইসঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

অন্যান্য BSNL ব্রডব্যান্ড প্ল্যান-

BSNL এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যান এবং ফাইবার বেসিক প্ল্যান ছাড়াও নিয়ে এসেছে আরও বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যান। দেখে নিন লিস্ট-

BSNL 749 টাকার সুপার প্রিমিয়াম 1 প্ল্যান-

এই BSNL ব্রডব্যান্ড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 100GB ডেটা। ডাউনলোড স্পিড পাওয়া যাবে 100 Mbp পর্যন্ত। ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 5 Mbps স্পিডে।  

BSNL 949 টাকার সুপার প্রিমিয়াম 2 প্ল্যান-

এই প্ল্যানে BSNL ইউজারদের অফার করছে মোট 200GB ডেটা। এই প্ল্যানে ইন্টারনেট স্পিড পাওয়া যাচ্ছে 150 Mbps। ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট চলবে 10 Mbps স্পিডে। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে Sony LIV প্রিমিয়াম, VOOT Select এবং Yupp TV Live অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

BSNL ছাড়াও অন্যান্য বেসরকারী টেলিকম সংস্থাগুলি বেশ কয়েকটি এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে। রিলায়েন্স জিও (Reliance Jio) এন্ট্রি- লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে 399 টাকা থেকে। এই প্ল্যানে ইন্টারনেট চলবে 30 Kbps স্পিডে। তবে এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলের সুবিধা থাকলেও পাওয়া যাবে না কোনো ওটিটি সাবস্ক্রিপশন।

এয়ারটেলের (Airtel) XStream ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে 499 টাকায়। এই প্ল্যানে ইন্টারনেট চলবে 40Mbps স্পিডে। পাওয়া যাবে Airtel XStream, Wynk Music অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo