Netplus ব্রডব্যান্ড নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে, 1,099টাকায় পাওয়া যাচ্ছে 500GB ডাটা

Updated on 25-Apr-2018
HIGHLIGHTS

699টাকার প্ল্যানে FUP স্পিডের পরে 10MBPS স্পিড লিমিট আর 1099টাকার প্ল্যানে FUP স্পিডের পরে 20MBPS স্পিড পাওয়া যাচ্ছে, আর এই প্ল্যান পাঞ্জাব আর হরিয়ানাতে পাওয়া যাচ্ছে

Netplus ব্রডব্যান্ড পাঞ্জাব আর হরিয়ানাতে লিডিং ইন্টারনেট পরিষেবা দেয়। আর তারা তাদের নতুন Net+স্পিড প্ল্যান নিয়ে এসেছে আর এই প্ল্যানের স্পিড 100 MBPS। Netplus য়ের বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যান আর FTTH প্ল্যান অফার করে।

Netplus প্রতিমাসে ৬৯৯টাকায় 100MBPS স্পিডের ডাটা দেয় কিন্তু এর প্রায় সব প্ল্যানই প্রতিমাসে 100GB ডাটা দেয় আর সেখানে 1099টাকার প্ল্যানে 100MBPS স্পিডে 500GB FUPপাওয়া যাচ্ছে। 699টাকার প্ল্যানের FUP স্পিডের পরে 100MBPS স্পিড পাওয়া যাচ্ছে আর সেখানে 1099টাকার প্ল্যানের FUP স্পিডের পরে 20MBPSস্পিড পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যান পাঞ্জাব আর হরিয়ানাতে পাওয়া যাচ্ছে।

Paytm Deals: আজকে এই হেডফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Netplus দাবি করেছে যে এই প্ল্যান পাঞ্জাব আর হরিয়ানার অন্যান্য ব্রডব্যান্ডের তুলনায় 20গুন বেশি স্পিড আর ডাটা অফার করছে, আর এই প্ল্যানের অন্য প্রতিযোগীরা এর তুলনায় বেশি দামে ডাটা অফার করে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

এই প্ল্যান গুলি ছাড়া Netplus সেই সব ইউজার্সদের দুমাসের ফ্রি কানেকশান অফার করছে যারা 12 মাসের প্ল্যান নিয়েছে। Netplus য়ের 1599টাকার প্ল্যানে প্রতিমাসে 500GBডাটা পাওয়া যাচ্ছে আর এর স্পিড 200MBPS। আর এই প্ল্যানেও FUP লিমিট দেওয়া হয়েছে আর FUP স্পিড শেষ হলে ইউজার্সরা 50MBPSয়ের স্পিডে ডাটা ব্যাবহার করতে পারবেন।  

Connect On :