এই 11টি জিও প্ল্যানে এবার ইউজার্সরা আরও বেশি সুবিধা পাচ্ছেন

এই 11টি জিও প্ল্যানে এবার ইউজার্সরা আরও বেশি সুবিধা পাচ্ছেন
HIGHLIGHTS

আমরা এখানে জিওর 11টি প্ল্যানের বিষয়ে বলছি, সেগুলি সবথেকে বেশি ডাটা দেয়

মাঝে মাঝেই জিও ইউজার্সদের আরও বেশি সুবিধা দেওয়ার চেষ্টায় কোন না কোন নতুন অফার নিয়ে হাজির হয়। আর সম্প্রতি জিও তাদের সব প্রাইম ইউজার্সদের সুবিধা দেওয়ার জন্য তাদের কিছু প্ল্যানে পরিবর্তন করেছে। আর এবার জিও তাদের এই প্ল্যান গুলিতে বেশি ডাটার সুবিধা দিচ্ছে। আপনাদের এটা বলে রাখি যে জিও সম্প্রতি তাদের বেশ কিছু প্ল্যানের দাম কমিয়েছে। তবে আসুন এই প্ল্যান গুলি দেখে নেওয়া যাক। আমরা এখানে এরকম 11টি প্ল্যানের কথা বলব যাতে বেশি ডাটার সুবিধা পাওয়া যায়।  জানেন কি ফ্লিপকার্টের সেরা স্মার্টফোন কোন গুলি!

  1.   জিওর 98টাকা দামের প্ল্যানঃ 98টাকার প্ল্যানে ইউজার্সরা 2GB ডাটা, 300টি SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
  2.  জিওর 149টাকা দামের প্ল্যানঃ 149টাকার প্ল্যানটি দিয়ে রিচার্জ করলে 42 GB ডাটা, প্রতিদিন 100টি SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যাবে।
  3.  জিওর 198 টাকা দামের প্রিপেড প্ল্যানঃ 198টাকার রিচার্জ করালে ইজার্সরা 56 GB ডাটা, আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
  4.  জিওর 299টাকা দামের প্রিপেড প্ল্যা  299টাকার প্রিপেড প্ল্যানটিতে 84 GBডাটা, আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 3 GB ডাটা ব্যবহার করা যাবে।
  5. জিওর 349টাকার প্রিপেড প্ল্যানঃ 349টাকার প্রিপেড প্ল্যানে 105 GB ডাটা, ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ। এই প্ল্যানটিতে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যাবে।
  6. জিওর 398 টাকা দামের প্রিপেড প্ল্যানঃ জিওর 398টাকা দামের এই প্ল্যানটিতে 140 GBডাটা ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ। এই প্ল্যানটিতে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
  7.  জিওর 399 টাকা দামের প্রিপেড প্ল্যানঃ 399টাকা দামের প্ল্যানে 126 GB ডাটা আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ হবে। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যেতে পারে।
  8.  জিওর 448টাকা দামের প্রিপেড প্ল্যানঃ 448টাকার প্রিপেড প্ল্যানটি রিচার্জ করালে 168 GB ডাটা, আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
  9.  জিওর 449টাকা দামের প্রিপেড প্ল্যানঃ 449টাকার রিচার্জে ইউজার্সরা 136 GB ডাটা, আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যাবে। এটি 91  দিনের জন্য বৈধ।
  10.  জিওর 498 টাকার প্রিপেড প্ল্যানঃ 498টাকার প্ল্যানে 182 GB ডাটা, আনলিমিটেড ( প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এটি 91  দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডাটা ব্যবহার করা যাবে।
  11. জিওর 509 টাকার প্রিপেড প্ল্যানঃ 509টাকার প্ল্যানটিতে 112 GBডাটা, আনলিমিটেড (প্রতিদিন 100টি) SMS আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে।এই প্ল্যানটি 28দিনের জন্য বৈধ আর এই প্ল্যানে প্রতিদিন 4 GB ডাটা ব্যবহার করা যাবে।
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo