লকডাউনে টেলিকম কোম্পানি দিলো দারুন সুবিধা, ৩ মে পর্যন্ত করতে হবে না ফোনে রিচার্জ

লকডাউনে টেলিকম কোম্পানি দিলো দারুন সুবিধা, ৩ মে পর্যন্ত করতে হবে না ফোনে রিচার্জ
HIGHLIGHTS

লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি

আগামী ৩ মে পর্যন্ত রিচার্জ না করলেউ ইনকামিং সুবিধা বজায় থাকবে

প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এল Airtel ও Vodafone Idea

দেশজুড়ে করোনা সংক্রমণ এর কারনে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়ে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় বহু মানুষ রিচার্জ করাতে পারছে না। তাই গ্রাহকদের এই বিপদে এগিয়ে এল টেলিকম সংস্থা গুলি।

টেলিকম কোম্পানিরা গ্রাহকদের দেয় এক দারুন সুবিধা। তারা জানিয়েছে, আগামী ৩ মে পর্যন্ত রিচার্জ না করলেউ ইনকামিং সুবিধা বজায় থাকবে। এমনটাই জানিয়ে দিল Airtel ও Vodafone Idea।

লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। এর আগেও প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত ১০ টাকার টকটাইম দিয়েছিল এই দুই টেলিকম সংস্থা। এ বার এই পরিস্থির কথা মাথায় রেখে গ্রাহকদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এল Airtel ও Vodafone Idea।

তবে অতিরিক্ত বৈধতা দিলেও এ বার বিনামূল্যে কোনও টকটাইম আর অতিরিক্ত ডেটা পাবেন না গ্রাহকরা। সম্প্রতি গোটা দেশের ২২টি সার্কেলে দ্বিগুণ ডেটার অফার দিচ্ছিল Vodafone Idea। কিন্তু এ বার থেকে অতিরিক্ত বৈধতা এবং ইনকামিং কলের সুবিধা পেলেও বাড়তি ডেটা আর টকটাইম পাবেন না গ্রাহকরা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo