ছাত্র ছাত্রীদের জন্য এবার ফ্রি ইন্টারনেট দেবে জিও

Updated on 25-Jul-2017
HIGHLIGHTS

জিও সারা ভারতে ৩ কোটি কলেজে ফ্রিতে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার কথা ভাবছে

যেইদিন থেকে ভারতীয় টেলিকম বাজারে জিও এসেছে সেই দিন থেকেই তারা তাদের ফ্রি পরিষেবার জন্য সবার কাছেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এবার গত শুক্রবারে জিও তাদের জিওফোন নিয়ে হাজির হয়েছে আরও একবার চারদিকে জিওকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

আর এর মধ্যেই আরও একটি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে জিও। জিও তাদের এই নতুন পরিকল্পনায় জানিয়েছে যে তারা সারা দেশের ৩ কোটি কলেজে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা নিয়ে আসছে।

মনে করা হচ্ছে যে জিওর এই পরিকল্পনার ফলে ভারতের এক বিশাল সংখ্যক কলেজে ইন্টারনেট পরিষেবার প্রচুর উন্নতি হবে।

তাদের এই পরিকল্পনা সত্যি করার জন্য জিও এবার সরকারি বিভাগ হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্টে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। মনে করা হচ্ছে যে জিওর এই পরিকল্পনা সত্যি হলে এবার ভারতীয় কলেজের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী দের অনেক সুবিধা হবে।

আপনাদের মনে করিয়ে দি যে গত বছর সেপ্টেম্বরে জিও প্রথম তাদের ৪ জি পরিষেবা একদম ফ্রিতে নিয়ে হাজির হয়েছিল। আর সেদিন থেকেই ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে আছে। এখন অবশ্য ট্রাইয়ের নির্দেশের পরে জিওর পরিষেবা একদম ফ্রিতে পাওয়া যায়না। তাও জিও এখনও তাদের পরিষেবা অনেক সস্তায় দেয়।

সোর্সঃ 

Connect On :