6,500 টাকার সুবিধা দিতে চলেছে Jio Fiber তার প্ল্যানের উপর। উৎসবের মরশুম হিসেবে তারা এই অফার এনেছে যা সীমিত সময়ের জন্যই উপলব্ধ। 100mbps যুক্ত তিনটি প্ল্যানে জিও ফাইবারের তরফে এই সুবিধা আনা হয়েছে। এখন এই সুবিধা শুধু সেই গ্রাহকরা পাবেন যাঁরা 18 থেকে 28 অক্টোবরের মধ্যে জিও ফাইবারের নতুন পরিষেবা নেবেন। জিও ফাইবারের এই প্ল্যানে এমনই যা সুবিধা পাওয়া যায় সেগুলো তো মিলবেই সঙ্গে পাওয়া যাবে Ajio, Netmeds, Reliance Digital, ইত্যাদির উপর আকর্ষণীয় সব ছাড়। এছাড়াও অতিরিক্ত প্ল্যান ভ্যালিডিটি মিলবে।
নতুন গ্রাহকরা যখন Jio Fiber কিনবেন তখন তাঁরা এই পরিষেবার যে 100mbps এর যে তিনটি প্ল্যান আছে সেখানে দারুন অফার পাবেন। কিন্তু যাঁরা 18 থেকে 28 অক্টোবরের মধ্যেই নতুন পরিষেবা নেবেন তাঁরাই পাবেন এই প্ল্যান। সঙ্গে পাবেন 15 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি। এবং অবশ্যই 100% ভ্যালু ব্যাক অফার। 6 মাসের জন্য 599 এর প্ল্যান, 6 মাসের জন্য 899 এর প্ল্যানে এই সুবিধা মিলবে। সঙ্গে 3 মাসের জন্য 899 এর প্ল্যানে মিলবে একই রকম সুবিধা কিন্তু এখানে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে না।
550+ টি চ্যানেলের সঙ্গে 14টি OTT প্ল্যাটফর্ম এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। একই সঙ্গে Ajio এর জন্য 1000 টাকার ভাউচার, রিলায়েন্স ডিজিটালের জন্য 1000 টাকার ভাউচার এবং নেটমেডস এর জন্য 1000 টাকার ভাউচার মিলবে। এছাড়া IXIGO এর জন্য পাবেন 1500 টাকার ভাউচার। 6 মাসের প্ল্যান ভ্যালিডিটি শেষ হওয়ার পর আরও 15 দিনের অতিরিক্ত প্ল্যান ভ্যালিডিটি পাবে গ্রাহকরা।
550+ টি চ্যানেলের সঙ্গে 14টি OTT প্ল্যাটফর্ম এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। একই সঙ্গে Ajio এর জন্য 2000 টাকার ভাউচার, রিলায়েন্স ডিজিটালের জন্য 1000 টাকার ভাউচার এবং নেটমেডস এর জন্য 1000 টাকার ভাউচার মিলবে। এছাড়া IXIGO এর জন্য পাবেন 3000 টাকার ভাউচার। 6 মাসের প্ল্যান ভ্যালিডিটি শেষ হওয়ার পর আরও 15 দিনের অতিরিক্ত প্ল্যান ভ্যালিডিটি পাবে গ্রাহকরা।
550+ টি চ্যানেলের সঙ্গে 14টি OTT প্ল্যাটফর্ম এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। একই সঙ্গে Ajio এর জন্য 1000 টাকার ভাউচার, রিলায়েন্স ডিজিটালের জন্য 1000 টাকার ভাউচার এবং নেটমেডস এর জন্য 1000 টাকার ভাউচার মিলবে। এছাড়া IXIGO এর জন্য পাবেন 1500 টাকার ভাউচার। এখানে গ্রাহকরা কোনও অতিরিক্ত দিনের সুবিধা পাবেন না প্ল্যান ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর।
4K সেট টপ বক্স, ইন্টারনেট বক্স, ইত্যাদি গ্রাহকরা নতুন কানেকশন নেওয়ার সময় একদম বিনামূল্যে পাবেন।