জিও সেপ্টেম্বর 2016 তে ভারতীয় টেলিকম বাজারে এসেছে, আসার পর থেকেই জিও বাজারে বিপুল হৈচৈ ফেলে রেখেছে. জিও নিজেদের 4G ডাটা পরিষেবায় প্রায় টানা 6 মাস ফ্রিতে ইন্টারনেটের সুবিধা দিয়েছে আর এখন অনেক কম দামে 4G ডাটা দিচ্ছে.
কিন্তু জিও নিজেকে আর শুধু 4G পরিষেবায় আটকে রাখতে চায়না. তাই জিও বেশ কিছু সময় ধরে নিজেদের ব্রডব্যান্ড পরিষেবার টেস্টিং চালিয়ে যাচ্ছে. একটি রিপোর্ট অনুসারে, কোম্পানি এবার খুব তাড়াতাড়ি ‘জিও ফাইবার’ নামদিয়ে নিজেদের ব্রডব্র্যান্ড পরিষেবা শুরু করতে চলেছে.
জিও জুন থেকে তাদের ‘জিওফাইবার প্রিভিউ অফার’ শুরু করতে পারে. এই পরিষেবাতে ইউজার্সরা 100mbps স্পিডের সঙ্গে 3 মাসের ফ্রি ব্রডব্র্যান্ড পাবে. জিও তাদের এই পরিষেবা কিছু শহরে জুন 2017 থেকে শুরু করবে. এর সঙ্গে এই রিপোর্টে এও জানা গেছে যে, এই পরিষেবার টেস্টিং আপাতত, দিল্লি, মুম্বাই, চেন্নাই, জামনগর আর হায়দ্রাবাদে করছে.
আবার অন্য কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, জিও ব্রডব্র্যান্ড পরিষেবাতে Rs.500 আর Rs.2000 দামের প্ল্যান থাকবে. Rs.500 তে 600GB ডাটা পাওয়া যাবে, সেখানে 100 mbps স্পিডে 1000GB পাওয়ার জন্য Rs. 2000 দিতে হবে. এই প্ল্যান গুলি 30 দিনের জন্য ভ্যালিড হবে.