এবার আর 4G নয়, 5G হয়ে যাচ্ছে জিও?
সূত্রের খবর, 5G স্পেকট্রাম না থাকলেও 5G-র মতো বৈশিষ্ট্যযুক্ত এবং সেই ডাটা স্পিডের সুবিধা ইতিমধ্যে দেওয়ার মতো জায়গায় জিও আছে বলেই মনে করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি।
টেলিকম দুনিয়ায় প্রথম 4G পরিষেবা নিয়ে এসেছিল জিও। জিও-র আনলিমিটেড ফ্রি পরিষেবায় দারুন খুশি গ্রাহকেরা। এবার সেই জিও ৪জি পরিষেবাকে বদলে দিতে চলেছে 5G’তে। সম্প্রতি এমনই শোনা যাচ্ছে।
সরকারিভাবে আমাদের দেশে এখনও 5G স্পেকট্রামের নিলাম হয়নি। তাহলে কীভাবে 5G পরিষেবা দেবে জিও? সূত্রের খবর, 5G স্পেকট্রাম না থাকলেও 5G-র মতো বৈশিষ্ট্যযুক্ত এবং সেই ডাটা স্পিডের সুবিধা ইতিমধ্যে দেওয়ার মতো জায়গায় জিও আছে বলেই মনে করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি।
আরও দেখুন : লেনোভো K6 নোট 5.5 ইঞ্চি 1080p ডিসপ্লের সঙ্গে একটি বাজেট ডিভাইস
জিও-র ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যেই সংস্থা ভবিষ্যতের মোবাইল কানেক্টিভিটি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। যার জন্য, জিও-র পরিষেবায় পাওয়া যাচ্ছে মোবাইল ভিডিও নেটওয়ার্কের মতো সুবিধা। এছাড়াও থাকছে ভয়েসওভার আইপি-র মতো ফিচার। ভয়েসওভার আইপি হল এমন ভয়েস কল, যা ইন্টারনেট কানেকশন-এর উপর নির্ভর করে। এই সমস্ত প্রযুক্তি 5G পরিষেবার সুবিধা দিতে সক্ষম।
আরও দেখুন : HTC U আল্ট্রা ভারতীয় স্মার্টফোন বাজারে 21 ফেব্রুয়ারি হবে লঞ্চ
আরও দেখুন : ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile