Jio vs Airtel vs Vi: 300 টাকার কম দামে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কল

Updated on 11-Jul-2021
HIGHLIGHTS

Jio-র 199 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন 1.5GB ডেটা পাবেন

Airtel, Jio এবং Vi (Vodafone-idea)-র কাছে 300 টাকার কমে প্রিপেইড প্ল্যান রয়েছে

সেরা প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1.5GB এবং 2GB ইন্টারনেট পাওয়া যায়

Airtel, Jio এবং Vi (Vodafone-idea) টেলিকম সংস্থারা গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক নতুন প্রিপেইড রিচার্জ বাজারে আনতে থাকে। এমনই সংস্থার কাছে 300 টাকার কমে প্রতিদিন 1.5GB এবং 2GB ইন্টারনেট প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ইন্টারনেট এবং SMS এর সুবিধা দেওয়া হবে। পাশাপাশি এই সমস্ত প্যাকের ভ্যালিডিটি বেশিরভাগই 28 দিনের। আসুন দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যান রয়েছে এই দামের মধ্যে।

Jio Prepai Plans under 300 Rs

মুকেশ আম্বানির সংস্থা Jio-র 199 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। অর্থাৎ একমাসে মোট 42GB ডেটা দেওয়া হবে গ্রাহকদের। সাথে রয়েছে জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কলিং ও জিও অ্যাপসের সুবিধা।

Jio 249 টাকার প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং ও 100 ফ্রি এসএমএস পাবেন।

Vodafone-idea (Vi) Prepai Plans under 300 Rs

Vi এর 249 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা পাবেন যা 28 দিনের জন্য থাকবে। এছাড়া রয়েছে 100 এসএমএস এবং আনলিমিটেড কলিং। পাশাপাশি পাওয়া যাবে ভায়াকম ১৮, ভি মুভিজ ও টিভি-র সাবস্ক্রিপশন।

ভি এর 299 টাকার প্ল্যান হল ডবল ডেটা প্ল্যান। অর্থাৎ 28 দিনের জন্য প্রতিদিন 4 জিবি করে ডেটা পাওয়া যাবে এই প্যাকে। এছাড়া শেষ থাকা ডেটা রোলওভারও হবে।

Airtel Prepaid Plan under 300 Rs

সম্প্রতি এয়ারটেল মাত্র 249. 279, 289 ও 299 টাকার প্ল্যান নিয়ে এসছে। এই প্ল্যানে মিলবে প্রতিদিন 1.5 জিবি ডেটা যা 28 দিনের জন্য পাওয়া যাবে। Airtel এর এই সমস্ত প্যাকে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 এসএমএস সুবিধা রয়েছে। এছাড়া থাকছে অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল ভার্সন ব্যবহারের সুবিধাও। 

এয়ারটেলের 289 টাকার প্ল্যানটিতে প্রতিদিন 2GB ইন্টারনেট ও একমাসের জন্য Zee5 প্রিমিয়াম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। Airtel Thanks App থেকে রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক সহ 2GB ডেটা অতিরিক্ত পাওয়ারও সুযোগ রয়েছে।

Connect On :