Jio vs Airtel vs BSNL vs Vi: 700 টাকার কম দামে দীর্ঘ ভ্যালিডিটি, কলিং, প্রতিদিন ডেটা সহ কে দিচ্ছে বেশি সুবিধা
Jio, Airtel, BSNL এবং Vodafone Idea কোম্পানিরা দীর্ঘ ভ্যালিডিটি সহ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে
জিও, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া 666 টাকার রিচার্জ অফার করে, তবে এয়ারটেল 649 টাকার প্ল্যান রয়েছে
এখানে আমরা জিও, এয়ারটেল, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের তুলনা করবো
Jio, Airtel, BSNL এবং Vodafone Idea কোম্পানিরা দীর্ঘ ভ্যালিডিটি সহ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিনের হাই-স্পিড ডেটা এবং SMS সহ অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি কয়েক মাস আগে জিও, এয়ারটেল, এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার পর থেকে গ্রাহকরা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) সিমে পোর্ট করিয়ে নেয়। তবে বিএসএনএল এর তুলনায় জিও এবং এয়ারটেল 5G নেটওয়ার্ক অফার করে।
এখানে আমরা জিও, এয়ারটেল, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের তুলনা করবো। চারটি কোম্পানি প্রায় একই দামের রিচার্জ প্ল্যান অফার করে তবে সুবিধা সবেই আলাদা পাওয়া যাবে। জিও, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া 666 টাকার রিচার্জ অফার করে, তবে এয়ারটেল 649 টাকার প্ল্যান রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জে কী সুবিধা পাওয়া যাবে।
Airtel 649 টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল এর 649 টাকার রিচার্জে গ্রাহকরা 56 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। সাথে প্রতিদিন 2 জিবি ডেটা থাকবে, যা পুরো ভ্যালিডিটিতে মোট 112 জিবি ডেটা হবে। ডেটার পাশাপাশি, এতে 100 SMS সুবিধা রয়েছে। অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে গ্রাহকরা 30 দিন পর্যন্ত এয়ারটেল Xstream Play Premium এক্সেস পাবেন। এতে 22টির বেশি OTT সুবিধা পাওয়া যাবে।
Jio 666 টাকার রিচার্জ প্ল্যান
জিওর 666 টাকার প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা, যা মোট 105 ডেটা পাওয়া যাবে। এতে আনলিমিটেড কলিং সুবিধা পাশাপাশি, 100 SMS পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা এর এক্সেস থাকছে।
BSNL 666 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 666 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধাও থাকবে। এই প্ল্যানের বিশেষত্ব হল যে বিএসএনএল এতে 105 দিনের ভ্যালিডিটি অফার করছে। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে PRBT+ Astrotell এবং Gameon সার্ভিস ফ্রি পাওয়া যাবে।
Vodafone Idea 666 টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়া তার পোর্টফলিওতে 666 টাকার রিচার্জ প্ল্যান অফার করে। এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং 100 SMS সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 64 দিনের। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে Binge All Night এবং Weekend data rollover সুবিধা থাকছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile