Reliance Jio এবং Airtel দুটি সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভারতে। সম্প্রতি জিও এবং এয়ারটেল গ্রাহকদের আকৃষ্ট করতে 2025 সালের নতুন রিচার্জ লঞ্চ করে দিয়েছে। সম্প্রতি দুটি কোম্পানি তার গ্রাহকদের জন্য New Year 2025 প্ল্যান নিয়ে এসেছে।
মনে করিয়ে দি যে চলতি বছর জুলাই মাসেই দুটি কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। প্ল্যানের দাম বাড়ার পর বেশিরভাগ গ্রাহকরা BSNL এ সিম পোর্ট করিয়ে নেয়। তবে নতুন বছরের আগেই জিও এবং এয়ারটেল তার গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিও এবং এয়ারটেল তার লেটেস্ট নিউ ইয়ার প্ল্যানে গ্রাহকদের কী কী অফার করছে।
আরও পড়ুন: ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Poco C75 লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা ফোনের দাম কত জানুন
জিও সম্প্রতি তার রিচার্জের তালিকায় 2025 টাকা প্ল্যান যোগ করেছে। জিওর এই প্রিপেইড প্ল্যান দীর্ঘ ভ্যালিডিটি সহ আসে। কোম্পানি এতে 200 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড কলিং অফার করছে। গ্রাহকরা 200 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে যতখুশি কল করতে পারেন।
নতুন 2025 টাকার রিচার্জটি একটি 5G প্ল্যান। এতে আপনি আনলিমিটেড 5জি ডেটা ব্যবহার করতে পারবেন। রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এছাড়া থাকছে 100 SMS প্রতিদিন। এছাড়া কোম্পানি এই রিচার্জের সাথে কিছু কুপন অফারও দিচ্ছে।
এবার কথা জিও এর নতুন বছরের রিচার্জ প্ল্যানের। এয়ারটেল 398 টাকার প্ল্যান লঞ্চ করেছে। এতে আনলিমিটেড 5G ডেটা অফার করছে কোম্পানি। এটি একটি মাসিক রিচার্জ প্ল্যান যা 28 দিনের ভ্যালিডিটি অফার করে। গ্রাহকরা পুরো 28 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে প্রতিদিন 100 ফ্রি এসএমএস পাওয়া যাবে। শুধু তাই নয়, কোম্পানি এতে OTT সুবিধাও অফার করছে। গ্রাহকরা এতে Disney+ Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
কোম্পানির আরও রিচার্জ প্ল্যান জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: 5500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 12GB RAM এবং 64MP ক্যামেরা সহ POCO 5G ফোন, জানুন নতুন দাম কত