Jio Vs Airtel daily 2GB Data recharge Plans and unlimited calls
Reliance Jio এবং Airtel দেশের দুটি বড় টেলিকম কোম্পানি। তবে সবচেয়ে বেশি গ্রাহক জিও কোম্পানির। জিও এবং এয়ারটেল দুটি কোম্পানি তার গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন দামের সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। আমরা এই খবরে জিও এবং এয়ারটেল এর 2GB ডেটা সহ রিচার্জ প্ল্যানের তুলনা করবো এবং জানবো কোন কোম্পানির প্ল্যান সস্তা।
জিও এর প্রতিদিন 2 জিবি ডেটা সবচেয়ে সস্তা প্ল্যান 349 টাকা দামে আসে। 349 টাকা দামে আসা এই রিচার্জ প্ল্যানে পুরো 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। 28 দিনের ভ্যালিডিটিতে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা এবং 100 SMS ফ্রি দিচ্ছে। এছাড়া থাকবে আনলিমিটেড কলিং সুবিধাও।
আরও পড়ুন: প্রথম সেলে 2000 টাকা সস্তায় আজ কেনা যাবে Motorola Edge 60 Fusion ফোন, জলে পড়লেও হবে না খারাপ
শুধু তাই নয়, এতে ডেটার পাশপাশি JioHotstar এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই সাবস্ক্রিপশন 90 দিনের জন্য দেওয়া হবে। সাথে জিও টিভি এবং জিও ক্লাউড এর এক্সেসও রয়েছে।
এয়ারটেল এর প্রতিদিন 2 জিবি ডেটা সহ সবচেয়ে সস্তা প্ল্যান 379 টাকায় কেনা যাবে। এয়ারটেল এর 379 টাকার এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। 30 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন।
এছাড়া প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম অ্যাপ, অপোলো সার্কেল এর সাবস্ক্রিপশন থাকবে।
আরও পড়ুন: Smart TV Deals: স্মার্ট টিভিতে সবচেয়ে বড় ডিল, মাত্র 6660 টাকায় মিলবে 32 ইঞ্চি FHD মডেল