Valentine’s Day অফার আনল Jio, প্রিপেইড প্ল্যানে 87GB ফ্রি ডেটা সহ মিলবে একগুচ্ছ সুবিধা, দেখুন
Jio -এর তরফে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন অফার আনা হয়েছে তাদের প্রিপেইড প্ল্যানগুলোর উপর
এই টেলিকম সংস্থার তরফে 87 GB পর্যন্ত ফ্রি ডেটা দেওয়া হচ্ছে
এছাড়া মিলবে ফ্লাইট বুকিংয়ে ছাড় থেকে ফ্রি বার্গার সহ আরও অনেক কিছু
2023 -এর Valentine's Day হাজির। এই দিনটি সমস্ত প্রেমে থাকা মানুষদের জন্য বিশেষ। আর এই বিশেষ দিন উপলক্ষে Jio -এর তরফে তাদের কিছু প্রিপেইড প্ল্যানের উপর দারুন কিছু অফার ঘোষণা করা হয়েছে। এই টেলিকম সংস্থার তরফে 87 GB ডেটা সহ ফ্রি বার্গার, ফ্লাইট টিকিটের উপর ছাড়, ইত্যাদির অফার দেওয়া হচ্ছে। MyJio অ্যাপে গ্রাহকরা এই সমস্ত ছাড় দেখতে পাবেন। দেখে নিন Jio- এর তরফে কী কী অফার আনা হল।
Jio Valentine's Day অফার 2023
My Jio অ্যাপের তরফে বলা হয়েছে যে গ্রাহকরা 87 GB পর্যন্ত ফ্রি ডেটা পেতে পারেন নির্দিষ্ট কিছু প্রিপেইড প্ল্যানের উপর। মনে রাখবেন কিছু অল্প সংখ্যক প্ল্যানেই কেবল 87 GB ফ্রি ডেটা মিলছে। এছাড়া কিছু প্যাকে আবার 12 GB ফ্রি ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়া আর যে যে সুবিধা মিলছে এই বিশেষ অফারে সেগুলো হল ফ্লাইট বুকিংয়ের উপর 750 টাকা পর্যন্ত ছাড়। তবে এটার জন্য Ixigo থেকে 4,500 টাকা বা তার বেশি টাকার ফ্লাইট টিকিট বুক করতে হবে সঙ্গে Ferns and Petals অ্যাপ থেকে 799 টাকার অর্ডার দিতে হবে।
এছাড়া গ্রাহকরা 105 টাকার ফ্রি চিকেন কাবাব বা McAloo Tikki বার্গার ফ্রিতে পেতে পারেন McDonald's -এ। তবে তার জন্য তাঁদের 199 টাকার কিছু জিনিস কিনতে হবে এখানে। এসবের কুপন My Jio অ্যাপে মিলবে।
Eligible Prepaid Plans for Jio Valentine's Day Offer
Jio -এর তরফে Valentine's Day অফার আনা হিয়েগে চারটি প্রিপেইড প্ল্যানের উপর, এর মধ্যে আছে 249, 349, 899, এবং 2,999 টাকার প্ল্যান। এই প্রথম দুটি প্ল্যানে 2 GB করে দৈনিক ডেটা পাওয়া যায় এবং এখানে 23 দিনের বৈধতা পাওয়া যায়। অন্যদিকে 349 টাকার প্ল্যানে 2.5 GB ডেটা মেলে 30 দিনের বৈধতার সঙ্গে। 899 টাকার প্ল্যানে রোজ 2.5 GB ডেটা মেলে সঙ্গে থাকে 90 দিনের বৈধতা। অন্যদিকে 2,999 টাকার প্ল্যানে 87 GB ফ্রি ডেটা মিলবে সঙ্গে রোজ 2.5 GB ডেটা। এটার বৈধতা 388 দিন।
প্রতিটি প্ল্যানে আনলিমিটেড কল সহ রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা মিলবে। তবে এটা জানা যায়নি যে এই নতুন অফার কবে এক্সপায়ার করবে। যাঁরা এই প্ল্যান রিচার্জ করাতে ইচ্ছুক তাঁরা বিস্তারিত তথ্য জানার জন্য বা তুলনা করার জন্য My Jio অ্যাপের সাহায্য নিতে পারেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile