ফ্রি মোবাইল ডাটা আর ফ্রি ফোনের পরে এবার জিও ফ্রিতে ওয়াই-ফাই পরিষেবা দেবে

Updated on 02-Aug-2017
HIGHLIGHTS

তাদের এই প্ল্যানে জিও 3 কোটি লোককে ফ্রিতে ওয়াই-ফাই পরিষেবা দেবে

যেদিন থেকে রিলায়েন্স জিও বাজারে এসছে তবে থেকেই তারা কোন না কোন কামাল করে চলেছে। প্রথমে জিও দীর্ঘকাল ধরে ইউজার্সদের ফ্রিতে মোবাইল ডাটা দিল, তারপরে সম্প্রতি জিও তাদের 4G ফিচার ফোনটিও নিয়ে এসেছে, যা ইউজাররা ফ্রিতে পাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

এবার রিলায়েন্স জিও তাদের আরও একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তাদের এই পরিকল্পনাতেও জিও আরও একটি নতুন পরিষেবা ফ্রিতে দিচ্ছে। তাদের এই পরিকল্পনায় জিও প্রায় 3 কোটি স্টুডেন্ডদের ফ্রিতে ওয়াইফাই দিচ্ছে।

তাদের এই পরিকল্পনায় জিও দেশের 38 হাজার কলেজে ফ্রিতে ওয়াইফাই দিতে চায়। কোম্পানি তাদের এই পরিকল্পনার বিষয়ে এমএইচআইডি মিনিস্ট্রিকে জানিয়েছে। এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে, এই পরিষেবার জন্য কোম্পানি মিনিস্ট্রির থেকে কোন কর নেবেনা।

এই পরিকল্পনাটি যদি সত্যি সফল হয় তবে এর ফলে 3 কোটি স্টুডেন্ডদের সুবিধা হবে। ইন্টারনেটের মাধ্যমে 3 কোটি স্টুডেন্টের অনলাইন স্টাডি করতে সুবিধা হবে।

সোর্সঃ 

Connect On :