digit zero1 awards

Reliance Jio বাম্পার প্ল্যান, কম খরচে 84 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 3GB ডেটা

Reliance Jio বাম্পার প্ল্যান, কম খরচে 84 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 3GB ডেটা
HIGHLIGHTS

জিও 999 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে রোজ 3GB করে ডেটা

এই জিও প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন

পুরো প্ল্যানে ইউজার পাচ্ছে মোট 252GB ডেটা এবং আনলিমিটেড কলের বেনিফিট

রিলায়েন্স জিও টেলিকম সংস্থা ইউজারদের বিভিন্ন ভ্যালিডিটির একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানগুলির মধ্যে কয়েকটির ভ্যালিডিটি 3 মাস আবার কোনোটির 1 মাস। রিলায়েন্স জিও টেলিকম সংস্থার এমন কিছু প্ল্যানও রয়েছে যেগুলি কম টাকায় বেশ ভালো পরিমাণের ডেটা বেনিফিট অফার করে। আজ আমরা জিও কোম্পানির 84 দিনের ভ্যালিডিটি রয়েছে এমন একটি প্ল্যান নিয়ে আলোচনা করবে।

এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও টেলিকম সংস্থা প্রত্যেকেই নিজেদের বেশিরভাগ তিন মাসের ভ্যালিডিটির প্ল্যানে 2GB করে ডেইলি ডেটা অফার করে থাকে। কিন্তু জিও ইউজারদের জন্য 84 দিনের ভ্যালিডিটির এমন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যাতে দেওয়া হচ্ছে প্রতিদিন 3GB ডেটা।সেইসঙ্গে রয়েছে একাধিক অ্যাডিশনাল অফার। এই প্ল্যান পাওয়া যাচ্ছে 999 টাকাতে। আসুন দেখে নেওয়া যাক জিও 999 টাকার প্ল্যানে কি কি বেনিফিট পাচ্ছেন ইউজারেরা।

রিলায়েন্স জিও 999 টাকার প্রিপেইড প্ল্যান-

  • এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
  • এই জিও প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে প্রতিদিন 3GB ডেটা।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটা পাওয়া যাচ্ছে 252 GB ।
  • ডেইলি ডেটা লিমিট পার হয়ে গেলে ডেটা মিলবে 64Kbps স্পিডে।
  • এই 999 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে আনলিমিটেড ডোমেস্টিক কলের সুবিধা।
  • জিও-টু-জিও এবং জিও-টু-নন জিও নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভয়েস কল বেনিফিট।
  • এই জিও প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সুবিধা ।
  • এছাড়া এই প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে সমস্ত জিও অ্যাপের ফ্রি-অ্যাক্সেস।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo