Airtel, Vodafone Idea এর পাশাপাশি, Jio কোম্পানিও জুলাই মাস থেকে তার ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল। ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর কোম্পানির রিচার্জের দাম বেড়ে যায়। জিওর কাছে বিভিন্ন বাজেটের রিচার্জ প্ল্যান রয়েছে যা মাসিক বা বার্ষিক ভ্যালিডিটি সহ আসে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, ইন্টারনেট ডেটা এবং SMS সুবিধা দেওয়া হয়।
আপনি যদি এই সমস্ত সুবিধার পাশাপাশি বেশি দিনের ভ্যালিডিটি চাইছেন, তবে এই খবর আপনার কাজে আসবে। আসলে আমরা জিওর 84 দিনের ভ্যালিডিটি সহ আসা একটি রিচার্জ প্ল্যানের কথা বলছি। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের দাম কত এবং কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: 8000 টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দুর্দান্ত ছাড়ে কোথায় পাবেন জানুন
জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম 859 টাকা। এতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে যতখুশি কলিং করতে পারবেন। এছাড়া এতে ফ্রি নেশনাল রোমিং সুবিধাও থাকবে।
ডেটার কথা বললে, গ্রাহকদের প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। যা পুরো ভ্যালিডিটিতে মোট 168 জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।
এই প্ল্যানের সাথে 100 SMS ফ্রিও পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে বিশেষ জিনিস হল য়ে এতে আনলিমিটেড 5G সুবিধা দেওয়া হবে। তবে 5জি সুবিধা পেতে আপনার কাছে 5G স্মার্টফোন হতে হবে এবং আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক থাকতে হবে।
এর পাশাপাশি, গ্রাহকরা এই প্রিপেইড প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা সহ জিও ক্লাউড এর এক্সেস পাওয়া যাবে। তবে বলে দি যে এই প্ল্যানে গ্রাহকদের জিও সিনেমা প্রিমিয়াম দেওয়া হয় না।
আরও পড়ুন: প্রতিদিনের 3 টাকা এবং মাসে 100 টাকার খরচে BSNL দিচ্ছে পুরো এক বছরের ভ্যালিডিটি, মিলবে কলিং এবং ডেটাও