Jio-র 749 টাকা এবং 750 টাকা রিচার্জ প্ল্যানের মধ্যে কোনটা সেরা, আর কেন জানেন? দেখুন

Jio-র 749 টাকা এবং 750 টাকা রিচার্জ প্ল্যানের মধ্যে কোনটা সেরা, আর কেন জানেন? দেখুন
HIGHLIGHTS

Jio-র 750 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বদলে করা হল 749 টাকা

জিওর এই নতুন 749 টাকার প্ল্যানটি পাওয়া যাবে 90 দিনের জন্য

2GB করে ডেটাও দেয়, অর্থাৎ 90 দিনের জন্য মোট 180GB ডেটা দেয় এই প্যাক

Jio এর তরফে তাদের আগের 750 টাকার যে প্রিপেইড প্ল্যান ছিল সেটার দাম বদলানো হল। এই প্ল্যানটির নতুন দাম হল 749 টাকা। আগের প্ল্যানে গ্রাহকরা 90 দিনের জন্য রোজ 2 GB করে ডেটা পেতেন। কিন্তু এখন এখন এই এক টাকা কমার পর এই প্ল্যানে কী কী বদল এল আসুন দেখা যাক।

Jio এর 750 টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা:

জিওর তরফে এই প্ল্যানটি আনা হয়েছিল তাঁদের জন্য যাঁরা অনলাইনে সিরিজ, ইত্যাদি দেখতে পছন্দ করেন এখন দিনের অনেকটা সময় অনলাইনে কাটান। এই প্ল্যানের বৈধতা হল 90 দিনের। অর্থাৎ গ্রাহককে প্রতি মাসে কোনও রকম রিচার্জের ঝামেলা পোহাতে হবে না। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে রোজ 100 টি করে মেসেজের সুবিধা দেয়। সঙ্গে 2 GB করে ডেটাও দেয়, অর্থাৎ 90 দিনের জন্য মোট 180 GB ডেটা দেয় এই প্যাক। তাছাড়া জিওর সমস্ত অ্যাপ যেমন Jio TV, Jio Cinema, Jio Security সহ একাধিক অ্যাপের বিনামূল্যের সাবস্ক্রিপশন দেয়। অর্থাৎ এই প্ল্যানে আপনার প্রতিদিন খরচ হবে 8.33 টাকা, সঙ্গে প্রতিদিন 100MB অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে।

Jio rs 750 prepaid plan

অন্যদিকে রয়েছে 749 টাকার প্ল্যানের সুবিধা:

এই প্ল্যানের দাম এক টাকা কমেছে, যদিও 750 টাকার প্ল্যানের সঙ্গে বিশেষ তেমন কোনও তফাৎ নেই, প্রায় একই। তবুও এক ঝলক দেখে নেওয়া যাক এই প্ল্যানে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে রোজ 100 টি করে মেসেজের সুবিধা। সঙ্গে 2GB করে ডেটাও দেয়, অর্থাৎ 90 দিনের জন্য মোট 180GB ডেটা দেয় এই প্যাক। তাছাড়া জিওর সমস্ত অ্যাপ যেমন Jio TV, Jio Cinema, Jio Security সহ একাধিক অ্যাপের বিনামূল্যের সাবস্ক্রিপশন দেয়। এই নতুন প্ল্যানে গ্রাহককে রোজের জন্য 8.32 টাকা খরচ করতে হবে। কিন্তু তাঁরা এই 100MB করে রোজ অতিরিক্ত ডেটা পাবেন না। এটাই খালি পার্থক্য। বাকি সব এক।

Digit.in
Logo
Digit.in
Logo