জিওর 222 টাকা আর 333 টাকার অল ইন ওয়ান প্ল্যানের সঙ্গে এয়ারটেল, ভোডাফনের প্ল্যানের তুলনা

Updated on 23-Oct-2019
HIGHLIGHTS

জিও গ্রাহকদের জন্য নতুন অল ইন ওয়ান রিচার্জ প্ল্যান এনেছে

জিওর এই প্ল্যানের মূল্য 222 টাকা, 333 টাকা আর 444 টাকা আর 555 টাকা

আর এর সঙ্গে আমরা আজকে এয়ারটেল আর ভোডাফোনের প্ল্যান পরিকল্পনা করব

এখন জিও গ্রাহকরা জানেন যে তাদের অন্য নেটওয়ার্কে কল করতে হলে প্রতি মিনিটে 6 পয়সা করে কল রেট দিতে হবে। আর সম্প্রতি এর পরে জিও তাদের অল ইন ওয়ান প্ল্যান লচন করে যা গ্রাহকদের ভ্যালু ফর মানি প্ল্যান দেবে। আর এই প্ল্যানের দাম 222 টাকা, 333 টাকা আর 444টাকা এগুলি যথাক্রমে এক থেকে তিন মাসের বৈধতা যুক্ত। আর এর আগে আমরা আমাদের jio-rs-222-and-rs-333-all-in-one-prepaid-recharge-plans এই প্ল্যানের বিষয়ে ডিটেলসে আপনাদের জানিয়েছি। আর এখানে আমরা এই ধরনের এয়ারটেল আর ভোডাফোন-আইডিয়ার প্ল্যানের বিষয়ে জানাব।

জিওর 222টাকার অল ইন ওয়ান প্ল্যানের সঙ্গে এয়ারটেলের 249 আর ভোডাফোন আইডিয়ার 229 টাকার প্ল্যানের পার্থক্য

জিওর 222 টাকার অল ইন ওয়ান প্রিপেড রিচার্জ প্ল্যান 2GB ডেলি ডাটা 28 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাচ্ছে। আর জিও থেকে জিও কল ফ্রি তবে অন্য নেটওয়ার্কে 1000 মিনিটয়ের কল করা যাবে আর সঙ্গে আছে প্রতিদিনের 100টি SMS য়ের অফার আর জিও অ্যাপের সাবস্ক্রিপশান। আর এর সঙ্গে আরও 111 টাকা দিলে এই সব বেনিফিট আরও এক মাসের জন্য এক্সটেন্ড করবে।

 এর সঙ্গে যদি আমরা এয়ারটেলের 249 টাকার প্ল্যান দেখি তে এটি প্রতিদিন 2GB হাই স্পিড ডাটা 28 দিনের বৈধতার সঙ্গে দিচ্ছে। আর সঙ্গে আছে অন্য নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল, 100টি SMS আর সঙ্গে ইউঙ্ক মিউজিক, এয়ারটেল এক্সট্রিম অ্যাপ চার সপ্তাহের শা অ্যাকাডেমি কোর্স আর 1 বছরের নর্টন মোবাইল সিকিউরিটির সাবস্ক্রিপশান।

আর এবার যদি আমরা ভোডাফোনের প্ল্যান দেখি তবে এখানে 229 টাকার প্ল্যানে 2GB ডেলি ডাটা 28 দিনের জন্য পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে প্যাকে আছে 100 টি ফ্রি SMS আর ভোডাফোন প্লে অ্যাপের অ্যাক্সেস।

জিওর 333 টাকার অল ইন ওয়ান প্ল্যান আর এয়ারটেলের 249 টাকা আর ভোডাফন আইডিয়ার 225 আর 458 টাকার প্ল্যান

জিওর 333 টাকার প্ল্যানে একই প্রতিদিনের 2GB ডাটা দেওয়া হচ্ছে আর এর সঙ্গে আছে 10000 IUC মিনিট। আর এটি 56 দিনের জন্য বৈধ। আর এবার এর সঙ্গে আমরা এয়ারটেলের 249 টাকা আর 458 টাকার প্ল্যান দেখব। এই প্ল্যানে আছে প্রতিদিনের 2GB ডাটা। আর সঙ্গে জিওর অফারের মতন একই নয় এটি। এখানে এয়ারটেলের দুটি প্ল্যানের বৈধতা যথাক্রমে 18 আর 82 দিনের। আর এর সঙ্গে আছে বাকি এয়ারটেলের সুবিধা। আর সঙ্গে আছে 100 টি ফ্রি SMS য়ের সুযোগ।

আর ভোডাফোনের প্ল্যানে 458 টাকায় আছে 84 দিনের বৈধতা আর সঙ্গে প্রতিদিনের 1.5GB ডাটা। আর এই প্ল্যানটির সঙ্গে 399 টাকার প্ল্যান 84 দিনের বৈধতা দিচ্ছে। আর সঙ্গে আছে প্রতিদিনের 1GB ডাটা। আর দুটি প্ল্যানেই আনলিমিটেড কলের সঙ্গে আছে 100 টি SMS য়ের সুবিধা। 

Connect On :