Jio তার গ্রাহকদের সস্তা দামের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অফার করে
গ্রাহকদের চাহিদা অনুযায়ী, কম দামের থেকে বেশি দামি, মাসিক রিচার্জ প্ল্যান থেকে বার্ষিক সমস্ত রকমের রিচার্জ রয়েছে Jio-র কাছে
এই Jio Recharge Plan এ গ্রাহকরা বিপুল ডেটা সহ OTT Apps এর সুবিধা পাবেন
Jio তার গ্রাহকদের সস্তা দামের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অফার করে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী, কম দামের থেকে বেশি দামি, মাসিক রিচার্জ প্ল্যান থেকে বার্ষিক সমস্ত রকমের রিচার্জ রয়েছে কোম্পানির পোর্টফোলিওতে। এই খবরে আমরা এমনই একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই Jio Recharge Plan এ গ্রাহকরা বিপুল ডেটা সহ OTT Apps এর সুবিধা পাবেন।
আসুন এই জিও প্রিপেইড প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। এতে দুটি প্ল্যানের বিষয় আমরা বলবো, যা 148 টাকা এবং 398 টাকায় কেনা যাবে।
জিও 148 টাকা রিচার্জটি কোম্পানির নতুন প্ল্যান। এটি JioTV প্রিমিয়াম সুবিধা সহ আসে। এতে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে 10GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। তবে এই রিচার্জ প্ল্যানটি কেনার আগে আপনার ফোনে একটি এক্টিভ প্ল্যান থাকতে হবে।
কোম্পানি এতে 12টি OTT সুবিধা SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC On, এবং Hoichoi এর সাবস্ক্রিপশন দিচ্ছে।
Jio 398 রিচার্জ প্ল্যান
জিওর 398 টাকার প্ল্যানেও একই রকম সুবিধা দেওয়া হয়ে। এতে প্রতিদিন 2GB ডেটা অফার করা হচ্ছে। অতিরিক্ত ডেটার ক্ষেত্রে এতে 6GB ডেটা দেওয়া হয়ে।
এছাড়া এই প্ল্যানে 12 OTT অ্যাপসের সুবিধা পাওয়া যাবে। এই হিসেবে রিচার্জ প্ল্যানটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.