মাত্র 20 টাকার খরচে 22 জিবি অতিরিক্ত ডেটা, রিলায়েন্স জিও দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান

Updated on 04-Oct-2021
HIGHLIGHTS

20 টাকা বেশি খরচ করে 22 জিবি ডেটা দিচ্ছে Jio

রিলায়েন্স জিও-র এটি 129 টাকা এবং 149 টাকার প্রিপেইড প্ল্যান

Reliance Jio-র 2 সস্তা রিচার্জ প্ল্যানের তুলনা

Reliance Jio গ্রাহকদের জন্য সবথেকে সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। বাজারে জিওর সমস্ত বাজেটে মোবাইল রিচার্জ পাওয়া যায়। জিও সংস্থার 2 সস্তা রিচার্জ প্ল্যানের সাথে তুলনা করে, আমরা বলবো কীভাবে আপনি 20 টাকা বেশি খরচ করে 22 জিবি ডেটা পেতে পারেন। রিলায়েন্স জিও-র এটি 129 টাকা এবং 149 টাকার প্রিপেইড প্ল্যান। জিওর এই দুটি প্ল্যানই 150 টাকার কম। তবে আসুন জেনে নেওয়া যাক যে রিলায়েন্স জিও-র এই দুটি প্ল্যানেই আপনি কী কী সুবিধা পাবেন, তবে ডেটা এবং বৈধতার ক্ষেত্রে এই দুটি প্ল্যান কতটা আলাদা?

129 টাকার মোট 2GB ডাটা এবং 28 দিনের ভ্যালিডিটি

129 টাকার রিচার্জ প্ল্যান রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যানের অংশ। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্ল্যানে ইউজাররা মোট 2GB ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে যে ডেটা পাওয়া যায় তা কম। এই প্ল্যানে যে কোন নেটওয়ার্কে ফ্রি কলিং সুবিধা পাওয়া যায়। প্ল্যানে, আপনি 300 এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হবে। এছাড়াও, জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।

Amazon Great Indian Festival 2021: সবচেয়ে সস্তা দামে কিনে নিন Oneplus, Samsung এবং iQOO স্মার্টফোন

Jio 149 টাকার প্ল্যান, 24 দিনের ভ্যালিডিটি এবং 24GB ডেটা

রিলায়েন্স জিওর 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন। Jio- এর এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1GB ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে মোট 24GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে যে কোন নেটওয়ার্কে ফ্রি কল করার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হয়। এছাড়াও, জিও অ্যাপের সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাবে।

22GB ডেটা এবং 2400 SMS

আপনি যদি 129 এবং 149 টাকার প্ল্যানের তুলনা করেন, তাহলে 20 টাকা বেশি দিয়ে, 149 টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করে ইউজাররা মোট 24GB ডেটা পাবেন। এছাড়া, 129 টাকার প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ 149 টাকার প্ল্যানে 22GB বেশি ডেটা পাওয়া যায়। এছাড়া 149 টাকার প্ল্যানে 2400 SMS পাওয়া যাবে, আর 129 টাকার প্ল্যানে 300 SMS পাওয়া যায়। তবে 129 টাকার প্ল্যানের তুলনায় 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি কম। 129 টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া, 149 টাকার প্ল্যানে 24 দিনের ভ্যালিডিটি মিলবে।

Asus থেকে Dell সিঙ্গেল চার্জে 8 ঘন্টা পর্যন্ত চলে এই সব Laptop, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়

Connect On :