Jio Prime Membership এর সময়সীমা বাড়ানো হল

Updated on 01-Apr-2017
HIGHLIGHTS

Jio Prime Membership নেওয়ার জন্য গ্রাহকদের Rs. 99 দিতে হবে

গতকাল Jio থেকে পাঠানো একটি প্রেস রিলিজে বলা হয়েছে যে কোম্পানি তাদের Jio Prime Membership অ্যাক্টিভেট করার সময়সীমা বাড়িয়েছে। এবার Jio গ্রাহকরা ১৫ এপ্রিল অব্দি Jio Prime Membership অ্যাক্টিভেট করতে পারবে।  

এর আগে পর্যন্ত যে খবর ছিল তা অনুসারে 31 মার্চ 2017 Jio Prime Membership নেওয়ার শেষ দিন ছিল। তবে বেশ কিছু দিন ধরে Jio Prime Membershipএর সময়সীমা বাড়ানোর খবর আসছিল।

 

যদি আপনি Jio Prime Membership না নিয়ে থাকেন তো আপনাকে আগামী একবছর ধরে 'Happy New Year Offer' এর সুবিধা পাবেন না। আপনি যদি Jio Prime Membership নেন তবে আপনার বেশি লাভ হবে।

 

Jio Prime Membership নেওয়ার জন্য আপনাকে Rs. 99 দিতে হবে আর পরে প্রতিমাসে Rs. 303 দিতে হবে। এতে আপনি প্রতিদিন 1GB 4G ডাটা ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে কলিং ও ফ্রি হবে।কিন্তু আপনি যদি Jio Prime Membership না নেন তবে আপনি Rs. 303 তে একমাসের জন্য শুধু 2.5GB ডাটা পাবেন।এর সাথে কোম্পানি একটি Rs. 499র প্ল্যানও নিয়ে এসেছে, যাতে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে, আর আপনি যদি Jio Prime Member  নাহন তবে আপনি শুধু 5GB ডাটা পাবেন। দুটি প্ল্যানই 28দিন পর্যন্ত বৈধ হবে।

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :