৯৯ টাকায় এবার জিও প্রাইম, কী এই প্রাইম মেম্বরশিপ ?

৯৯ টাকায় এবার জিও প্রাইম, কী এই প্রাইম মেম্বরশিপ ?
HIGHLIGHTS

জিও-র প্রাইম মেম্বাররা ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার এনজয় করতে পারবেন। একবার ৯৯ টাকা প্রতি বছরে ফি দিয়ে গ্রাহকেরা জিও-র প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।

৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের সৌজন্যে যা প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলিকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। মঙ্গলবার যার উত্তর নিয়ে হাজির হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

গ্রাহকদের জন্য আরও একবছর ঢালাও অফার আনছে রিলায়েন্স। কী সেই অফার? তার জন্য কতই বা খরচ করতে হবে আপনাকে?

আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..

সেপ্টেম্বরে যাত্রা শুরু পর কেটে গিয়েছে ৬ মাস। এই ছ'মাসে দশ কোটি গ্রাহক যুক্ত হয়েছেন জিওর সঙ্গে। যা বড় সাফল্য হিসেবেই দেখছে মুকেশ আম্বানির সংস্থা।

চলতি বছরের মধ্যেই দেশের ৯৮ শতাংশ গ্রাহকের দোড়গোড়ায় জিওকে পৌঁছে দিতে চায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

গত ১৭০ দিনে প্রত্যেক সেকেন্ডে জিও-র সঙ্গে যুক্ত হয়েছে সাতজন করে গ্রাহক৷

প্রত্যেকদিন ২০০ কোটি ভয়েস ও ভিডিও কল করেছে রিল্যায়েন্স জিও-র গ্রাহকরা৷

এই মুহূর্তে জিও-র ৬০,০০০ কর্মচারী রয়েছে ও ১০ লক্ষ রিটেল পার্টনার৷

জিও গ্রাহকরা চিনের থেকে ৫০শতাংশ বেশি ডেটা ব্যহার করে থাকেন৷

ডেটা ব্যবহারে সারাবিশ্বে ভারতের স্থান প্রথম ২০১৭ সালের শেষ পর্যন্ত প্রত্যেক শহর ও গ্রামে জিও নেটওয়ার্ক পৌঁছে যাবে৷

আরও দেখুন :আপনার ফোনের ডেটা বাঁচাবেন কি ভাভে? জেনে নিন এখানে

পড়ে নিন সেই সব ঘোষণা একনজরে:

*জিও ‘প্রাইম মেম্বারশিপ’-এর ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

*বর্তমান জিও গ্রাহকদের আগামী ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকা খরচ করে ‘প্রাইম মেম্বারশিপ’ নেওয়ার সুযোগ থাকছে।

*এই মেম্বারশিপ নিলে প্রতিমাসে ৩০৩ টাকার বিনিময়ে মিলবে দৈনিক ১ জিবি করে হাইস্পিড ফোর-জি ডেটা-সহ হ্যাপি নিউ ইয়ার অফারের সমস্ত সুযোগ-সুবিধা।

*মিলবে ১০ হাজার টাকার সিনেমা, গান, ভিডিও-সহ জিও অ্যাপসের অন্যান্য সুযোগ-সুবিধা।

*২০১৭-র মধ্যে ভারতের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ দোরগোড়ায় পৌঁছে যাবে রিলায়েন্স জিও।

*প্রতিদিন জিও-র নেটওয়ার্ক মারফত ৫.৫ কোটি ঘণ্টার ভিডিও আদান-প্রদান হয়।

ডেটা ব্যবহারের ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে জিও।

আরও দেখুন : এবার স্ন্যাপচ্যাটকে নকল করলো হোয়াটসঅ্যাপ

আমেজান থেকে 12,999 টাকায় কিনুন Honor 6X (Grey, 32GB)

আমেজান থেকে 15,999 টাকায় কিনুন Honor 6X (Gold, 64GB)

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo