Prepaid Plans: 200 টাকার কমে 3 সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে 34GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং

Updated on 12-Dec-2023
HIGHLIGHTS

আপনি যদি এমন একটি রিচার্জ প্ল্যান খুঁজছেন, যার দাম 200 টাকার কম তবে জিও এর প্ল্যানের লিস্ট দেখতে পারেন

জিওর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB করে ডেটা পাবেন

24 দিনের ভ্যালিডিটি সহ আসা 179 টাকার প্ল্যানে মোট 24GB ডেটা দেওয়া হয়ে

Jio Prepaid Plans under 200: রিলায়েন্স জিও (Jio Cheapest Plan) তার সস্তার রিচার্জ প্ল্যানের জন্য বেশ জনপ্রিয়। কম দামের এই প্ল্যানে কোম্পানি একগুচ্ছ সুবিধা অফার করে। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি জিও কম ভ্যালিডিটি সহ বেশি ভ্যালিডিটির প্ল্যান অফার করে। আপনি যদি এমন একটি রিচার্জ প্ল্যান খুঁজছেন, যার দাম 200 টাকার কম তবে জিও এর প্ল্যানের লিস্ট দেখতে পারেন।

Jio Prepaid Plans list

Jio 149 টাকার রিচার্জ প্ল্যান

জিওর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB করে ডেটা পাবেন। এই প্ল্যানে 20 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এর মানে হল এতে মোট 20GB ডেটা পুরো মাসে অফার করা হবে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং সুবিধা। পাশাপাশি গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই প্রতিদিন 100 SMS ব্যবহার করতে পারবেন।

Reliance Jio Plans

আরও পড়ুন: Samsung লঞ্চ করল একসাথে 3 দুর্দান্ত স্মার্টফোন, আইল্যান্ড ফিচার সহ রয়েছে চোখ ধাঁধানো স্পেক্স, জানুন দাম

Jio 179 টাকার রিচার্জ প্ল্যান

24 দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে মোট 24GB ডেটা দেওয়া হয়ে। হিসেব করলে এতে প্রতিদিন 149 টাকার প্ল্যানের মতোই প্রতিদিন 1GB ডেটা অফার করা হয়ে। পাশাপাশি, এতে আনলিমিটেড কলিং, 100 SMS প্রতিদিন দেওয়া হয়ে। এই প্ল্যানের সাথে, Jio-এর অ্যাপগুলির সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

Reliance Jio Prepaid Plans

Jio 199 টাকার রিচার্জ প্ল্যান

জিও 199 টাকার প্ল্যানে গ্রাহকদের 23 দিনের ভ্যালিডিটি অফার করা হয়ে। ডেটার কথা বললে, প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে এতে, যা পুরো হিসেব করলে 34.5 ডেটা হবে। এতে কলিং সুবিধা থাকবে আনলিমিটেড এবং প্রতিদিন 100 SMS।

আরও পড়ুন: Upcoming Smartphones this week: এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন লিস্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :