Jio -এর এমন একাধিক প্ল্যান আছে যা দারুন ট্রেন্ডিং এবং গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। কারণ এই প্ল্যানগুলোতে গ্রাহকরা যা দাম দিচ্ছেন সেই তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক 2023 সালে Jio -এর কোন প্ল্যানগুলো সব থেকে বেশি জনপ্রিয়।
299 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 28 দিনের। ফলে মোট 56 GB ডেটা মিলবে এখানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
666 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 1.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
719 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 84 দিনের। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
749 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 90 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
2023 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 252 দিনের। ফলে মোট 630 GB ডেটা মিলবে এই প্ল্যানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
2999 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 365 দিনের। তবে এক্ষেত্রে অতিরিক্ত 23 দিনের সুবিধা মিলবে। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা এবং মোট 912.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।