digit zero1 awards

এবার আপনি জিওর অতিরিক্ত 100 GB, 4G ডাটা পেতে পারেন, তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে

এবার আপনি জিওর অতিরিক্ত 100 GB, 4G ডাটা পেতে পারেন, তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে
HIGHLIGHTS

এই অফারে গ্রাহকরা নতুন ওপ্পো হ্যান্ডসেট কিনলে আর ৩৯৯ টাকার বেশি রিচার্জ করলে 100 GB পর্যন্ত অতিরিক্ত ডাটা পাবে

চিনের হ্যান্ডসেট তৈরির কোম্পানি ওপ্পো সোমবারে টেলিক্ম কোম্পানি জিওর সঙ্গে একটি চুক্তি করেছে। যে চুক্তিতে গ্রাহকরা আর বেশি ডাটা পেতে পারে। এই নতুন অফারে গ্রহাকদের নতুন ওপ্পো হ্যান্ডসেট কিনতে হবে আর তাতে ৩৯ টাকার বেশিই রিচার্জ করাতে হবে আর যারা তা করবে সেই গ্রাহকরা 100 GB পর্যন্ত বেশি ডাটা পাবে।

ওপ্পো ইন্ডিয়ার ব্র্যান্ড নির্দেশক বিল ইয়াং বলেছেন, “ওপ্পো নিজের গ্রাহকদের সন্তুষ্টি আর তাদের ভাল অভিজ্ঞতার অনুভব দেয়। এই চুক্তির সঙ্গে আমরা বেশি সংখ্যক গ্রাহকদের কাছে পৌছাতে পারব”।

এই অফারটি ওপ্পোর সমস্ত 4G স্মার্টফোনে পাওয়া যাবে।

কোম্পানি গত মাসে F5 স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা যুক্ত। এই ফোনটিতে 6 ইঞ্চির ফুল HD প্লাস স্ক্রিন যুক্ত যার অ্যাস্পেক্ট রেশিও 16:9 ।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo