digit zero1 awards

জিওর এই প্ল্যানে 750GB ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে

জিওর এই প্ল্যানে 750GB ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

জিওর এই প্ল্যানে আনলিমিটেড এসএমএসের সুবিধার সঙ্গে জিও অ্যাপের আনলিমিটেড অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে

সম্প্রতি জিও তাদের কিছু প্ল্যানের পরিবর্তন করেছিল। এর সঙ্গে কিছু নতুন প্ল্যান ও নিয়ে এসেছিল, আপনি যদি বার বার রিচার্জ করা পছন্দ না করেন তবে আপনি একবার রিচার্জ করে আপনি এক বছরের জন্য ডাটা আর কলিং এর সুবিধা পেতে পারেন। আর সেক্ষেত্রে জিও এই প্ল্যানটি আপনার পছন্দ হবে।

আসলে জিও তাদের সমস্ত ইউজার্সদের কথা মাথায় রেখেই প্ল্যান নিয়ে আসছে। জিওর এই এক বছরের বৈধতা যুক্ত প্ল্যানটিও সেই জন্যই আনা হয়েছে। এই প্ল্যানে ইউজার্সরা ৩৬০ দিনের বৈধতা পাবে। আর এর সঙ্গে এতে ইউজাররা 750GB ডাটা পাবে। এই প্ল্যানের দাম ৯৯৯৯ টাকা রাখা হয়েছে।

750GB 4G ডাটা ছাড়া এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবে। আর এর সঙ্গে এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড এসএমএসের ও সুবিধা পাবে। এই প্ল্যানে জিও অ্যাপের আনলিমিটেড ব্যবহারও পাওয়া যাবে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo