digit zero1 awards

জিওর এই সব থেকে সস্তা প্ল্যানটি ১৪ দিনের ভ্যালিডিটি যুক্ত

জিওর এই সব থেকে সস্তা প্ল্যানটি ১৪ দিনের ভ্যালিডিটি যুক্ত
HIGHLIGHTS

জিওর এই প্ল্যনাটি কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল এতে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যায়

জিও যেদিন থেকে টেলিকম বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেই সময় থেকে ভারতীয় টেলিকম বাজারে হুলুস্থুলু পরে গেছে। আর তাই এখন ভারতীয় গ্রাহকদের ডাটার দাম অনেক কম দিতে হয়। জিও বাজারে আসার প্র থেকে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও ডাটা আর কলিং পরিষেবার দাম বেশ কমিয়ে দিয়েছে। আজকে এই প্রোডাক্ট গুলি Amazon থেকে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

প্রায় বছর খানেক আগে যখন জিও লঞ্চ হয়েছিল তখন জিওর পরিষেবা বেশ কিছু দিন ধরে একদম ফ্রি ছিল। তবে বেশ কিছু দিনহ্ল জিও গ্রাহকদের থেকে টাকা নিয়ে পরিষেবা দেওয়া শুরু করেছে। আর এর সঙ্গে বেশ কিছ নতুন প্ল্যান ও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে জিও।

আমরা এখানে আপনাকে জিওর একটি নতুন প্ল্যানের কথা বলব, জিওর এই প্ল্যানটির দাম ৯৮ টাকা। এই প্ল্যানটিতে ১৪ দিনের বৈধতা পাওয়া যায়। আর এর সঙ্গে এই প্ল্যানটি আনলিমিটেড কলিঙ্গ এর সুবিধাও দেয়। এতে 2.1GB ডাটা পাওয়া যায়। প্রতিদিন 0.15GB ডাটার লিমিট সেট করা হয়েছে। এতে ইউজার্সরা 140টি এসএমএস এর সুবিধাও পাচ্ছে, জিও অ্যাপের সুবিধাও ইউজার্সরা আনলিমিটেড ভাবে পেতে পারে।

আজকে এই প্রোডাক্ট গুলি Amazon থেকে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo