জিওর ব্রডব্র্যান্ড পরিষেবাও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে. এইমুহুর্তে এটির পরীক্ষা নিরিক্ষা চলছে
ভারতীয় টেলিকম বাজারে জিওর 4G পরিষেবার আবির্ভাবের পর থেকেই, ভারতীয় টেলিকম বাজারে হুলুস্থুলু পরে আছে. জিও প্রায় 6 মাস অব্দি নিজেদের গ্রাহকদের তাদের সমস্ত পরিষেবা ফ্রিতে দিয়েছে. কিন্তু এখন জিওর পরিষেবা পেতে গেলে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে.
সম্প্রতি জিও তাদের কিছু নতুন প্ল্যান সামনে এনেছিল, যার মধ্যে Rs.309 আর Rs.149 মূল্যের প্ল্যান ছিল. এবার জিও আরো একটি নতুন প্ল্যানের বিষয়ে খবর পাওয়া গেছে. এই প্ল্যানের দাম Rs.19 আর এতে ভয়েস কল ফ্রিতে পাওয়া যাচ্ছে.
Rs.19 এর এই প্ল্যানটির ভ্যালিডিটি একদিনের. এই প্ল্যানে প্রাইম মেম্বাররা একদিনে 200MB 4G ডাটা পাচ্ছে, আর নন প্রাইম মেম্বাররা 100MB 4G ডাটা পাচ্ছে. এই প্ল্যানে এসটিডি, রোমিং এইসব পরিষেবা ফ্রি দেওয়া হচ্ছে.
আপনাদের এও বলে রাখি যে এবার তাড়াতাড়ি জিও তাদের DTH পরিষেবাও লঞ্চ করবে. তেমনি জিওর ব্রডব্র্যান্ড পরিষেবাও খুব তাড়াতাড়িই লঞ্চ হবে বলে আসা করা হচ্ছে. এই মুহুর্তে এটির পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে.