digit zero1 awards

এই জিও প্ল্যানটিতে 49GB 4G ডাটা আর আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে

এই জিও প্ল্যানটিতে  49GB 4G ডাটা আর আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে

যেদিন থেকে জিও ভারতীয় টেলিকম জগতে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেই সময় থেকে ভারতীয় টেলিকম বাজারের চেহারা বদলে গেছে। এখন ইউজার্সরা ডাটা আর কলিং অনেক সস্তায় পাচ্ছে। বাজারে জিওর অনেক প্ল্যান আছে এর মধ্যে এখন আমরা যে প্ল্যানটি নিয়ে কথা বলছি তাতে 49GB 4G ডাটা পাওয়া যাচ্ছে।

ইউজাররা এই প্ল্যানে প্রতিদিন 1GB 4G ডাটা পাচ্ছে। মোট 49GB 4G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি ৪৯ দিনের জন্য বৈধ। এই প্ল্যানটির দাম ৩০৯ টাকা।

ডাটা ছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আনলিমিটেড এসমএসের সুবিধাও পাওয়া যাচ্ছে। আর ইউজাররা জিও অ্যাপের আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছে।

জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে, যাতে ইউজার্সরা তদের সঙ্গে যুক্ত থাকে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo