সম্প্রতি রিলায়েন্স জিও বাজারে তাদের 4G ফিচারফোন নিয়ে এসেছে। এর আগে কোম্পানি বেশ কিছু সময় ধরে তাদের 4G ডাটা পরিষেবা ইউজার্সদের ফ্রিতে দিয়েছিল। আর গত বছর জিও বাজারে আসার পর থেকেই টেলিকম বাজারে হুলুস্থুলু ফেলে দিয়েছে।
আবার রিলায়েন্স জিও এই কামাল করার পরে অন্যান্য টেলিকম কোম্পানিদের জন্য আরও একবার সমস্যার সৃষ্টি হয়েছে। কারন জিও পরিষেবা শুধুই 4G, আর তাই এর পরিষেবা পেতে গেলে একটি 4G ফোন থাকা দরকার। তবে কিছু ইউজারদের কাছে 4G ফোন নেই আর তাই এই জন্য জিও বাজারে তাদের 4G ফোন নিয়ে এসেছে আর এটি ইউজারদের ফ্রিতে দেওয়ার পরিকল্পনায় আছে জিও। আর এবার তাই জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য টেলিকম কোম্পানি এয়ারটেলও একটি পরিকল্পনা করেছে। এয়ারটেল কোন 4G ফিওচার ফোন তৈরি করবে না, তবে 4G ফিচার ফোন তৈরির কোম্পানি গুলির সঙ্গে বেশ কিছু বান্ডেল অফার নিয়ে আসবে।
এর সঙ্গে এয়ারটেল পরিকল্পনা করেছে যে তারা তাদের 4G VoLTE সার্ভিসের শুরু 2018 সালের মার্চ থেকে করবে। আপাতত ভারতে জিওই একমাত্র কোম্পানি যারা 4G VoLTE পরিষেবা দেয়।
আপনাদের এও বলে রাখি যে, সম্প্রতি আইডিয়া সেলুলার Rs. 2500 দামের একটি 4G VoLTE স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনায় আছে।