digit zero1 awards

Jio-র দুর্দান্ত প্ল্যান, রিচার্জ করতে হবে না 2 বছর, মিলবে আনলিমিটেড কলিং এবং 2GB ডেটা

Jio-র দুর্দান্ত প্ল্যান, রিচার্জ করতে হবে না 2 বছর, মিলবে আনলিমিটেড কলিং এবং 2GB ডেটা
HIGHLIGHTS

জিও রিচার্জে ফ্রি আনলিমিটেড কলিং এবং ডেটা রয়েছে

JioPhone এর 1499 টাকা এবং 1999 টাকার 4G ফিচার ফোন প্ল্যানে একগুচ্ছ সুবিধা অফার করছে সংস্থা

Jiophone ইউজারদের জন্য একদম বেস্ট এই Jio Prepaid Plan

Reliance Jio গ্রাহকদের আকর্ষণীয় রিচার্জ প্ল্যান অফার করতে থাকে। গ্রাহকদের কথা মাথায় রেখে জিও সংস্থা প্রতিটি বাজেট হিসাবে রিচার্জ প্ল্যান (Jio Mobile Recharge Plan) বাজারে নিয়ে আসে, যেতে পাওয়া যায় অনেক সুবিধা। এমনই একটি Prepaid Plan অফার করে রিলায়েন্স জিও, যেখানে আপনি 2 বছর আনলিমিটেড সুবিধার সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেট ডেটা।

Jiophone ইউজারদের জন্য একদম বেস্ট এই Jio Prepaid Plan। এই রিচার্জ প্ল্যানের আওতায় 2 বছর আনলিমিটেড সুবিধার সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেট ডেটা। এই প্ল্যানে ইউজারদের বার বার ফোন রিচার্জ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্ল্যানের দাম 1499 টাকা এবং 1999 টাকা। 4G ফিচার ফোন প্ল্যানের সুবিধা সম্পর্কে বলবো। তবে আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যান সম্পর্কে…

অ্যামাজন সেলে মিক্সার গ্রাইন্ডারে বাম্পার ছাড় এবং ডিসকাউন্ট, মাত্র 2299 টাকায় কিনে নিন

জিওফোন 1499 টাকার প্ল্যানের বেনিফিট

Jio 1,499 টাকায় এক বছরের জন্য নতুন জিওফোন গ্রাহকদের আনলিমিটেড সার্ভিস অফার করা হয়। জিও গ্রাহক 1,499 টাকায় এক বছরের জন্য আনলিমিটেড কল এবং প্রতি মাসে 2 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের জন্য রিচার্জ থেকে মুক্তি। এর পাশাপাশি সংস্থা 1,499 টাকার প্ল্যান নিলে Jio Phone এ ফ্রি অফার করা হচ্ছে।

জিওফোন 1999 টাকার প্ল্যানের বেনিফিট

মাত্র 1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন। তার সঙ্গেই আবার 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিসও পেয়ে যাবেন তারা। সেই অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। কোম্পানি দাবি করছে, এই প্ল্যান একবার রিচার্জ করালেই 2 বছর অবধি আর রিচার্জ করতে হবে না গ্রাহকদের।

Asus থেকে Dell সিঙ্গেল চার্জে 8 ঘন্টা পর্যন্ত চলে এই সব Laptop, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo