Jio Phone এর প্রিবুকিং আজ বিকেল 5:30 থেকে শুরু হবে। Jio Phone কে jio.com, Jio অ্যাপ আর কোম্পানির স্টোরে প্রিবুক করা যাবে। এখন প্রিবুকিং করার পরে এই ফোনটি আপনি সেপ্টেম্বরের শুরুতে প্রথমে এলে প্রথমে পাওয়ার ভিত্তিতে পাওয়া যাবে। Jio Phone এমনিতে ফ্রি তবে এর জন্য Rs 1500 এওর সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে। এটি প্রি বুক করার জন্য ইউজার্সদের তাদের নাম, নম্বর আর আধার নম্বর দিতে হবে। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে
Jio Phone এর জন্য কোম্পানি একটি স্পেশাল Jio Dhan Dhana Dhan অফার নিয়ে এসেছে। এর দাম Rs 153। এতে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডাটা আর ফ্রি 300SMS এর সঙ্গে Jio অ্যাপের সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ইউজার্সরা শুধু 500MB ডাটা পাবে। এছাড়া কোম্পানি Jio Phone এর কিছু অন্য প্ল্যানও নিয়ে আসবে।
Jio Phone এর ডিজাইন কমপ্যাক্ট, এতে 2.4-ইঞ্চির QVGA ডিসপ্লে, এসডিকার্ড স্লট, এতে অ্যালুমিনিয়াম কিপ্যাড 4-ওয়ে নেভিগেশান, হেডফোন জ্যাক, ফোন কন্টেক্টার, স্পিকার, ক্যামেরা, টর্চ লাইট, FM রেডিওর মতন ফিচার্স আছে।
Jio Phone এ আপনারা Jio অ্যাসিস্টেন্স পাবেন। এর মাধ্যমে আপনি ফোন কন্ট্রোল করতে পারবেন। এতে আপনি, SMS, JioMusic, JioCinema ব্রাউজ করতে পারবেন।
Jio Phone এ 22টি ভারতীয় ভাষা সাপোর্ট করে।
Jio Phone কে JioMediaCable এর মাধ্যমে টিভি দিয়ে কানেক্ট করা যাবে।
Jio Phone এ ইউজার্স 2.4-ইঞ্চির ডিসপ্লে পাবে। এটি একটি QVGA ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 320×240 পিক্সাল। এটি KAI অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে সিঙ্গেল সিম ব্যবহার করা যাবে। এটি 1.2GHz ডুয়াল কোর প্রসেসার, মালী 400 আর 512MB’র র্যাম আছে। এর ব্যাটারি 2000 mAh এর। এতে 4GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 128GB অব্দি বাড়ানো যায়। এতে 2MP’র রেয়ার ক্যামেরা আর 0.3MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এটি 4G VoLTE সাপোর্ট করবে এটি ওয়াই-ফাই আর NFC ফিচার যুক্ত। এটি GPS সাপোর্ট করে।
আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে