জিওফোনে এই বিশেষ স্পেসিফিকেশান গুলি থাকবে, সিঙ্গেল সিম যুক্ত ফোন হবে এটি

জিওফোনে এই বিশেষ স্পেসিফিকেশান গুলি থাকবে, সিঙ্গেল সিম যুক্ত ফোন হবে এটি
HIGHLIGHTS

গত সপ্তাহে জিওফোন লঞ্চ করা হয়েছে

গত সপ্তাহে জিওফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ফ্রিতে পাওয়া যাবে, তবে এটি পেতে হলে গ্রাহকদের সিকিউরিটি ডিপোসিট হিসাবে Rs. 1500 দিতে হবে। এই সিকিউরিটি অ্যামাউন্ট পরে তাদের ফিরিয়ে দেওয়া হবে। 
এখন অবশ্য জিওফোনের স্পেক্স আর ফিচার্স সবাই জেনে গেছে, কিন্তু এমন কিছু স্পেক্স এখনও আছে যার কথা জানা যায়নি। এই খবর গ্যাজেট 360 র একটি রিপোর্ট থেকে জানা গেছে। এবার জানা গেছে যে জিও ফোন সিঙ্গেল সিম সাপোর্ট করবে আর এতে 4G VoLTE ফিচার্সটি সাপোর্ট করবে। এই ফোনটির বিটা টেস্টিং 15 আগস্ট থেকে শুরু হবে। অফিসিয়ালি অবশ্য এটি সেপ্টেম্বর মাস থেকে পাওয়া যাবে। সাধারন ইউজার এই ফোনটির বুকিং 24 আগস্ট থেকে করতে পারবে। 
স্পেশিফিকেশান

·  এটি একটি ফিচার ফোন আর এতে Alphanumeric Keypad আছে, যা সাধারনত সব ফিচারফনেই থাকে।

· এই ফোনটিতে 4 Way Navigation আছে, মানে এতে GPS আছে, সাধারনত ফিচার ফোনে GPS Enabeled থাকেনা।

· মিটিং এর প্রেজেন্টেশানে দেখানো হয়েছিল যে এটি একটি কমপ্যাক্ট ডিজাইনের ফিচারফোন।

· এতে 2.4” QVGA কালার ডিসপ্লে আছে।

· এই ফোনটিতে SD card Slot দেওয়া হয়েছে, তবে এটা বলা হয়নি যে এটি কত ক্ষমতাসম্পন্ন মেমারি কার্ড সাপোর্ট করবে।

Microphone আর Speaker আছে এই ফোনটিতে। মিটিং এর সময় ফোনটির স্পিকার অন করা বাহুবলী 2 এর ট্রেলার দেখানো হয়েছিল। JioPhone এর স্পিকার কোয়ালিটি সেই সময় তো বেশ ভালই ছিল তবে যতক্ষণ অব্দি ফোনটি বাজারে না আসছে এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। 

ব্যাটারি আর চার্জার

কিছু ফিচার আছে যা সব ফোনেই থাকা দরকার সেই গুলিও এই ফোনটিতে আছে যেমন- Call History, Phone Contact, Ring Tones, Torch Light
এই ফোনটিতে FM Radio আছে, যা এখনকার সব ফোনে থাকেনা।

·  এটি একটি 4G VoLTE ফোন, তাই ফিচার ফোন হলেও ফোনটির কানেক্টিভিটি ভাল হবে বলেই মনে করা হচ্ছে।

· এই ফোনটির আলাদা ইউজার ইন্টারফেস আছে যা অন্যদের থেকে আলাদা।

এই ফোনটি 22টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। আপনি আপনার জিওফোন দিয়ে আপনার পছন্দের ভাষায় অপারেট করতে পারবেন।

এই ফিচার গুলি এই প্রথম কোন ফিচার ফোনে থাকছে

JioPhone এর সব থেকে বর ফিচার এর ভয়েস কমান্ড। এটি দিয়ে আপনি কাউকে কল করতে পারবেন। আনি যদি বলেন যে ‘জিও ফোন কল কর’ তবে জিও ফোন কল করবে।
এই ফোন দিয়ে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে কাউকে মেসেজ করতে পারবেন আবার সেই মেসেজে কি লেখা থাকবে তাও বলতে পারবেন।
এই ভয়েস কমান্ড দিয়ে আপনি ইন্টারনেট সার্চ আর গান শোনা সবই করতে পারবেন।
এই ফোনটিতে বেশ কিছু জিও অ্যাপ যেমন জিও টিভি, জিও মিউজিক প্রভৃতি আগে থেকেই ইন্সটল থাকবে।

এই ফিচার গুলি আপনাকে সুরক্ষিত রাখবে

এই ফোনটির 5 নম্বর বটনটি হোল্ড করে থাকলে আপনার এমারজেন্সি কন্ট্যাক্টে আপনার লোকেশান এর সঙ্গে মেসেজ চলে যাবে। এটি একটি sos সুইচ।

এই ফোনে খুব তাড়াতাড়ি আরও কিছু এমারজেন্সি ফিচার্স দেওয়া হবে। লোকাল পুলিশ আপনি মুস্কিলে থাকলে সেই মেসেজ পেয়ে যাবে আপনার লোকেশানের সঙ্গে।

ডিজিটাল ইন্ডিয়ার জন্য এই ফিচার

এই বছরের শেষ হতে হতে এই ফোনটিতে NFC ফিচার এসে যাবে। আপনি আপনার জিওফোনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জন ধন অ্যাকাউন্ট, UPI অ্যাকাউন্ট আরও অন্য কিছু পেমেন্ট কার্ড লিঙ্ক করতে পারবেন। আর একটি সিঙ্গেল টাইপে আপনি পেমেন্ট করতে পারবেন। আর জিওফোন আপনার এই সব তথ্য আর পেমেন্ট সুরক্ষিত রাখবে।

ট্যারিফ প্ল্যান

জিও ফোনে ভয়েস কল সবসময় ফ্রি হবে আর এটিতে ১৫৩ টাকা প্রতিমাসে ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডাটা আর জিও অ্যাপস পাওয়া যাবে।

১৫৩ টাকার থেকেও কম দামের প্ল্যান নিয়ে আসছে জিও। এর মধ্যে ২৪ টাকার প্ল্যানে ২ দিনের জন্য আর ৫৪ টাকার প্ল্যানে এক সপ্তাহের জন্য দেওয়া হবে। এই প্যাকে ইউজাররা ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডাটা আর জিও অ্যাপের ব্যবহার করতে পারবেন।

টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন একে

আরও একটি অসাধারন ফিচার্স এই ফোনটিতে আছে। শুধুমাত্র জিও ইঞ্জিনিয়াররা একটি কেবেল বানিয়েছেন যা দিয়ে আপনি আপনার জিওফোন কে যেকোণ টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। এমনকি পুরানো CRT টিভির সঙ্গেও এটি কানেক্ট করতে পারবেন। আর টিভিতে আপনি লাইভ টিভি, মিউজিক এসব দেখতে পারবেন।

এর জন্য আপনাকে ৩০৯ টাকার প্ল্যানটি নিতে হবে। আর আপ্নাই রোজ 3-4 ঘন্টা আপনার প্রিয় কন্টেন্ট টিভিতে দেখতে পারবেন।

ফোনটির দাম

এবার এই ফোনটির দামের বিষয়ে কথা বলা যাক। আর এখানেই জিওফোন বাকি সবাই কে মাত দিয়েছে। এর দাম ০ টাকা মানে এটি একটি ফ্রি ফোন।

এই ফোনটি নিতে গেলে অবশ্য আপনাকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ১৫০০ টাকা দিতে হবে যা রিফান্ডেবেল। এই টাকা আপনাকে ৩ বছর পর ফিরিয়ে দেওয়া হবে।

এটি কবে বাজারে আসবে

১৫ আগস্ট থেকে ইউজার টেস্টিং শুরু হয়ে যাবে।

২৪ আগস্ট থেকে শুরু হবে ফোনটির প্রি বুকিং।

২০১৭ সালে সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।

এই ফোনটি প্রথমে এলে প্রথমে পাওয়া যাবে হিসাবে নিতে পারবেন।

এই ফোনটি অনলাইন না অফলাইনে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। তবে জিওর আগের ফোনর থেকে এটা অনুমান করা যায় যে এই ফোনটি হয়ত অনলাইনের সঙ্গে জিওর নিজস্ব জিও স্টোরে জিওফোন পাওয়া যাবে।

14,285) রাখা হয়েছে। এটি গোল্ড, ব্ল্যাক আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে। এই ফোনটি 1 আগস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে। এর প্রথম সেলের জন্য রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo