টেলিকম সেক্টারে Reliance Jio ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। কোম্পানির ইউজারবেসও Airtel, Vodafone Idea এর তুলনায় অনকে বেশি। জিও তার গ্রাহকদের বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। আপনি যদি কম খরচে প্রতিদিন ডেটা সহ Unlimited 5G রিচার্জ প্ল্যান চাইছেন তবে কোম্পানি 200 টাকার কম দামে একটি প্ল্যান অফার করে। এতে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা দিচ্ছে।
কোম্পানির তরফে কিছু প্ল্যান আনলিমিটেড 5জি ডেটা সুবিধা দিচ্ছে। তবে আপনি যদি 4জি স্মার্টফোন ব্যবহার করেন তবে সেই প্ল্যানগুলি নেওয়া উচিত যেখানে প্রতিদিন ডেটা পাওয়া যাবে। কোম্পানি 200 টাকার কম দামে 2 জিবি ডেটা প্রতিদিন সহ আরও সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন: 10,000 টাকায় 43 ইঞ্চি Smart TV, স্টাইলিশ লুক সহ দুর্দান্ত ফিচার রয়েছে এতে
রিলায়েন্স জিও গ্রাহকদের 198 টাকার রিচার্জ প্ল্যান অফার করে। এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। গ্রাহকরা প্রতিদিন 100 SMS ও পাবেন। বলে দি যে এই প্ল্যানের সাথে গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পাবেন। তবে এই ক্ষেত্রে আপনার কাছে 5G স্মার্টফোন হবে এবং আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক থাকতে হবে।
রিচার্জ প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর এক্সেসর দেওয়া হয়। বলে দি যে 198 টাকার রিচার্জ প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
গ্রাহকদের কাছে 198 টাকার বদলে 199 টাকার রিচার্জের বিকল্পও রয়েছে। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে থাকছে 100 SMS প্রতিদিন।
কোম্পানি এই রিচার্জ প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন অফার করছে। বলে দি যে এই প্ল্যানে গ্রাহকরা 18 দিনের ভ্যালিডিটি পাবেন।
আরও পড়ুন: realme 13 Pro এবং realme 13 Pro+ ফোনের দাম একধাপে কমল অনেকটা, নতুন দাম জেনে নিন