Jioর এই নতুন প্ল্যানটির বিষয়ে জানুন, অনেক বেশি 4G ডাটা পাওয়া যাচ্ছে

Updated on 02-May-2017
HIGHLIGHTS

Jio অনেক আগেই পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রাইম মেম্বারশিপ নেওয়া ইউজার্সরা অনেক বেশি সুবিধা পাবে. সেখানে নন প্রাইম মেম্বাররা সেই দামে কম সুবিধা পাবে

যেদিন থেকে জিও তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেদিন থেকে ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে আছে. Jio 6 মাসের বেশি সময় ধরে নিজেদের ইউজার্সদের ফ্রি ডাটা দিয়েছে, এর পরে জিও নিজেদের ইউজার্সদের তাদের সমস্ত পরিষেবা ফ্রিতে দিতে চেয়েছে কিন্তু ট্রাই এর অর্ডারের পরে জিও ফ্রি পরিষেবা দিতে পারছেনা.

যদিও এর পরেও Jio হেরেযায়নি এবং কোম্পানি বাজারে নিজেদের কিছু নতুন ডাটা প্যাক নিয়ে এসেছে. Jio সম্প্রতি তাদের Rs.309 দামের প্ল্যানের নতুন সুবিধা নিয়ে এসেছে. এবার এই প্যাকটির মাধ্যমে প্রাইম আর নন প্রাইম ইউজার্সরা আলাদা আলাদা সুবিধা পাচ্ছে.

আরো দেখুন: Samsung এর AI অ্যাসিস্টেন্স Bixby এবার ভয়েস কমান্ড ফিচার সাপোর্ট করবে

এই প্ল্যানটি নিয়ে ডিটেলসে কথা বলা যাক Rs.309 এর প্ল্যানে আপনি প্রাইম মেম্বার না হন তবে আপানর জন্য ভাল রকমের শক হতে পারে, Rs.309 তে প্রাইমমেম্বাররা 84 দিনের জন্য 84GB 4G ডাটা পাচ্ছে আর যারা প্রাইম মেম্বার নন তারা Rs.309 তে 18 দিনের জন্য 28GB ডাটা পাচ্ছে.

আসলে দেখতে গেলে দেখা যাবে যে, Jio এই নতুন Rs.309 দামের প্ল্যানে প্রাইম ইজার্সদের অনেক বেশি সুবিধা দিচ্ছে, সেখানে নন প্রাইম ইউজার্সরা এতে খুবই কম ডাটা পাচ্ছেন. এমনিতে 28GB ডাটা একজন ইউজার্সের জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি অনলাইন ভিডিও আর অনলাইন গেমিং করেন তবে এই ডাটা অপর জন্য যথেষ্ট নয়, কমই হবে.

Jio অবশ্য অনেক আগেই পরিষ্কার করে দিয়েছিল যে, তাদের প্রাইম মেম্বারশিপ নিলে ইউজার্সরা বেশি সুবিধা পাবে. সেখানে নন প্রাইম ইউজার্সরা সেই দামে কম সুযোগ পাবে.

আরো দেখুন: ভীম অ্যাপের মাধ্যমে আপনি প্রতিদিন Rs.200 টাকা আয় করতে পারবেন

আরো দেখুন:Samsung Galaxy J3 Prime স্মার্টফোন অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে লঞ্চ হল

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :