Reliance Jio তরফে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান বাজারে আনা হয়েছে। কোম্পানির এই তিনটি লেটেস্ট রিচার্জ প্ল্যান Annual Prepaid Plan। গ্রাহকরা নতুন প্রিপেইড প্ল্যানে 365 দিন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি পাবেন।
জিও নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা সহ SonyLiv এবং Zee5 এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। নতুন প্ল্যানগুলি রিলায়েন্স জিওর এক বছরের পোর্টফলিওতে লিস্ট করা হয়েছে। আসুন জেনে নিই নতুন প্ল্যানগুলি কত দামে এবং কী কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Samsung 5G Phone Discount: Amazon Sale-এ 5G ফোনে দেদার ছাড়, 15 হাজার টাকা পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট
জিওর 3662 টাকা প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, 2.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটা এবং 100 SMS প্রতিদিন। শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকদের Jio Apps (JioCinema, JioTV এবং JioCloud) এর পাশাপাশি SonyLiv এবং Zee5 এর ফ্রি সাবস্ক্রিপশ অফার করা হচ্ছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন অফার করা হবে।
বলে দি যে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পরে 4G নেটওয়ার্কের স্পিড কমে 64kbps হয়ে যাবে।
কোম্পানি দ্বিতীয় নতুন প্ল্যানেও আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড 5G ডেটা দেওয়া হবে। গ্রাহকরা এতে প্রতিদিন 2 জিবি ডেটা সহ 100 SMS সুবিধাও পাবেন। সদ্য় লঞ্চ হওয়া প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অন্যান্য সুবিধা হিসেবে এই প্ল্যানে SonyLiv, জিওটিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Google Pixel 8 Series: পিক্সেল ৮ এবং পিক্সেল 8 প্রো ভারতে লঞ্চ, মিলবে ৭ বছর Android আপডেট
এছাড়া বলে দি যে প্রতিদিনের4G নেটওয়ার্কেরর ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64kbps হয়ে যাবে।
জিওর 3226 টাকার প্ল্যানের তুলনায় 1 টাকা কম এই প্ল্যানের দাম। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ 5G ডেটা সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা ব্য়বহার করতে পারবেন এই প্ল্যানে। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা। তবে এই প্ল্যানে SonyLiv সাবস্ক্রিপশনের বদলে Zee5 OTT সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন: BSNL vs Airtel: 35 দিনের ভ্যালিডিটি সহ কোন Prepaid Plan অফার করছে বেশি বেনিফিট