Jio New Prepaid Plan: ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio চুপিসারে একটি নতুন Prepaid Recharge Plan লঞ্চ করেছে। বলে দি যে এই রিচার্জ প্ল্যানটি JioBharat ফোনের জন্য আনা হয়েছে। মনে করিয়ে দি যে জিওর তরফে গত বছর জিও ভারত ফিচার ফোন আনা হয়েছিল। কোম্পানি এই ফোনটি দেশের প্রতি 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছে।
জিও একটি নতুন প্রিপেইড প্ল্যান জিও ভারত এর জন্য চালু করেছে। এই প্ল্যানটি 234 টাকার আসে। বলে দি যে এর আগেও কোম্পানি দুটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছিল, যার দাম ছিল 123 টাকা এবং 1234 টাকা। এবার নতুন প্রিপেইড প্ল্যানের সাথে জিও ভারত এর তিনটি রিচার্জ হয়ে গেছে। চলুন দেখে নেই এই নতুন প্ল্যানের সুবিধা কী।
আরও পড়ুন: Realme 12 Pro+ 5G: রিয়েলমির নতুন স্মার্টফোন 4000 টাকা সস্তায় কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
জিওর নতুন 234 টাকার প্ল্যানটি মোট 56 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে 0.5 জিবি ডেটার প্রতিদিন পাওয়া যাবে। এতে পুরো 56 দিনের জন্য মোট 28GB ডেটা দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিটি 28 দিনের জন্য 300 SMS অফার করা হয়। কলিং সুবিধা হিসেবে থাকবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল। এছাড়া গ্রাহকরা পাবেন JioSaavn এবং JioCinema-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন।
বলে দি যে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64kbps হয়ে যাবে।
এই নতুন প্ল্যান ছাড়াও কোম্পানির কাছে 123 টাকা এবং 1234 টাকার একটি প্ল্যান রয়েছে। 123 টাকার প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি অফার করে। পাশাপাশি, 1234 টাকার প্ল্যানে 336 দিনের ভ্যালিডিটি যা প্রায় 11 মাস দেওয়া হয়।
দুটি প্ল্যানের ভ্যালিডিটি ছাড়া, বাকি সুবিধা অনেকটাই নতুন রিচার্জ 234 টাকার মতোই পাওয়া যাবে।
আরও পড়ুন: Realme 12X 5G: 8GB RAM সহ সস্তা রিয়েলমি ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 11,999 থেকে শুরু