Jio ‘র 4G পরিষেবা ভারতে লঞ্চ হওয়ার পরে বেশ অনেকটা সময় কেটে গেছে. নিজেদের 4G পরিষেবা অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে প্রায় 6 মাসের জন্য Jio তাদের 4G ডাটা সম্পুর্ন ফ্রিতে দিয়েছিল. কিন্তু এখন Jio ইউজার্সদের Jio’র পরিষেবা পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে. সম্প্রতি Jio তাদের অনেক গুলি প্ল্যানের পরিবর্তন করেছে.
এই নতুন পরিবর্তিত প্ল্যানে Jio Rs.509 দামের একটি প্ল্যান এনেছে. এই প্ল্যানে ইউজার্সরা 168GB 4G ডাটা পাচ্ছে. প্রথমবার রিচার্জ করলে এই অফারটি 84দিনের ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যাচ্ছে.
যদিও এই অফারে প্রতিদিন মাত্র 2GB ডাটা ব্যবহার করা যাবে. 2GB ডাটা ইউস করলে ইউজার্সরা 128Kbps এর স্পিড পাবে. এই অফারে আনলিমিটেড এসএমএস আর আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে.
এই অফারে প্রথম রিচার্জের ভ্যালিডিটি 84 দিন পরে শেষ হয়ে যাবে. এর পরে Rs.509 এর রিচার্জ করানোর পরে ইউজার্সরা 56GB ডাটা পাবে. প্রতিদিন ইউজার্সরা 2GB ডাটা পাবে. এর ভ্যালিডিটি 28 দিনের হবে.