digit zero1 awards

রিলায়েন্স জিও 499 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল, 91 দিনের বৈধতার সঙ্গে এতে 91GB ডাটা পাওয়া যাবে

রিলায়েন্স জিও 499 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল, 91 দিনের বৈধতার সঙ্গে এতে 91GB ডাটা পাওয়া যাবে
HIGHLIGHTS

এই প্ল্যানটি অফিসিয়াল ওয়েবসাইটের প্ল্যান পেজে দেখা যাচ্ছেনা, শুধু মাই জিও অ্যাপ বা জিওর ওয়েবসাইটে রিচার্জ সেকশানের মাধ্যমে একে অ্যাক্সিস করা যেতে পারে

রিলায়েন্স জিও প্রি-পেড আর পোস্ট-পেড ইউজার্সদের জন্য 499 টাকার একটি নতুন প্ল্যানের কথা ঘোষনা করেছে। এই প্ল্যানটি 91 দিনের জন্য বৈধ হবে আর এটি 91GB ডাটা অফার করছে। লক্ষ্যনীয় বিষয় এই যে এই প্ল্যানটি জিওর ওয়েবসাইটের প্ল্যান পেজে দেখা যাচ্ছে না। আপনি এই প্ল্যানটি শুধু মাই জিও অ্যাপ বা ওয়েবসাইটের রিচার্জ সেকশানে গিয়ে দেখতে পারবেন।

জিওর এই নতুন প্ল্যানে অবশ্যই ফ্রি কলিং আর এসএমএসের সুবিধা পাওয়া যাচ্ছে। 499 টাকার এই প্ল্যানটিকে 459 আর 509 টাকার প্ল্যানের মাঝা মাঝি রাখা হয়েছে। 459 টাকার প্ল্যানে 84 দিনের জন্য 84 GB ডাটা পাওয়া যায়, আর সেখানে 509 টাকার প্ল্যানে 49 দিনের জন্য 98GB ডাটা পাওয়া যায়। 

কয়েক দিন আগে রিলায়েন্স জিও তাদের ট্যারিফ প্ল্যান আপডেট করেছে। নতুন আপডেটের সঙ্গে জিওর প্রিপেড ডাটা প্ল্যান 52 টাকা থেকে শুরু করে 4999 টাকা অব্দি পাওয়া যায়। আর যেখানে পোস্টপেড ইউজার্সরা 309 টাকা থেকে 999 টাকার প্ল্যান বেছেনিতে পারেন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo