জিও-র নতুন অফার, আনলিমিটেড সিনেমা ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে

Updated on 16-Feb-2017
HIGHLIGHTS

এই অ্যাপের মাধ্যমে জিও গ্রাহকরা তাঁদের পছন্দের সিনেমা, টেলিভিশন শো যখন খুশি দেখতে পারেন৷ প্রয়োজনে অফলাইন ডাউনলোড করেও দেখা যায়৷

গ্রাহকদের জন্য ফের নয়া অফার নিয়ে এল রিলায়েন্স জিও৷ ‘জিও সিনেমা’ অ্যাপে এসে গেল স্মার্ট ডাউনলোড ফিচার৷ এই অ্যাপের মাধ্যমে জিও গ্রাহকরা তাঁদের পছন্দের সিনেমা, টেলিভিশন শো যখন খুশি দেখতে পারেন৷ প্রয়োজনে অফলাইন ডাউনলোড করেও দেখা যায়৷ রয়েছে অন ডিমান্ড ভিডিও লাইব্রেরিও৷

কিন্তু এই অ্যাপের সর্বশেষ আপডেটে জিও যে অফার নিয়ে এসেছে সেই খবর এখনও অনেকেই জানেন না৷ জিও সিনেমা অ্যাপের লেটেস্ট আপডেটে এসে গিয়েছে স্মার্ট ডাউনলোড ফিচার৷ যার মাধ্যমে গ্রাহকরা তাঁদের ডাউনলোডকে ‘শিডিউল’ করে রাখতে পারবেন৷ অর্থাৎ, আপনার প্রিয় সিনেমাটি কখন ডাউনলোড হবে সেই সময়টা আপনি আগে থেকেই ‘সেট’ করে রাখতে পারবেন৷

আরও দেখুন : 13.3 ইঞ্চি 1080 পিক্সেল ডিসপ্লের সঙ্গে বাজারে উপস্থিত অসুস জেনবুক ফ্লিপ

সবচেয়ে বড় কথা, জিও এখন নিয়ে এসেছে ‘হ্যাপি আওয়ার্স’৷ রাত দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত যত খুশি ডাউনলোড করুন কোনও খরচ বা লিমিট ছাড়াই৷ এই সময় মিলবে সম্পূর্ণ ফ্রি আনলিমিটেড ডেটা৷ ঘুমানোর আগে আপনার প্রিয় সিনেমা ডাউনলোড করতে বসিয়ে দিন, সকালের মধ্যেই সিনেমাটি ডাউনলোড হয়ে যাবে৷ তারপর যখন খুশি সেই সিনেমাটি আপনি দেখতে পারবেন৷

জিও সিনেমার লেটেস্ট আপডেটে গ্রাহকদের এক লক্ষ ঘন্টারও বেশি কনটেন্ট সার্ফিংয়ের সুযোগ দিচ্ছে মুকেশ অম্বানির সংস্থা৷ যে কোনও কনটেন্ট ডাউনলোড করা যাবে এক ক্লিকে৷ কীরকম কোয়ালিটির ভিডিও ডাউনলোড করবেন, সেই অপশনও রয়েছে৷ কম ডেটা খরচ করতে চাইলে ‘লো’ কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারেন৷ ডেটা খরচের চিন্তা না থাকলে হাই কোয়ালিটির ভিডিও তো রয়েইছে৷

অফলাইন ডাউনলোডের জন্য এই অ্যাপে আপাতত ৪ জিবি পর্যন্ত ডাউনলোড করার সুযোগ রয়েছে৷ তাই কোনও সিনেমা দেখা হয়ে গেলে সেটি আপনাকে মুছে ফেলতে হবে৷ নইলে নতুন সিনেমার জন্য স্টোরেজের অভাব হতে পারে৷

আরও দেখুন : ফিরে আসছে টেলিকম দুনিয়ায় নোকিয়া 3310, পাশাপাশি নোকিয়া 3, নোকিয়া 5 ও আসছে!

আরও দেখুন : বিনামূল্যে 125GB ডেটা দিচ্ছে এয়ারটেল!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :