এই অ্যাপের মাধ্যমে জিও গ্রাহকরা তাঁদের পছন্দের সিনেমা, টেলিভিশন শো যখন খুশি দেখতে পারেন৷ প্রয়োজনে অফলাইন ডাউনলোড করেও দেখা যায়৷
গ্রাহকদের জন্য ফের নয়া অফার নিয়ে এল রিলায়েন্স জিও৷ ‘জিও সিনেমা’ অ্যাপে এসে গেল স্মার্ট ডাউনলোড ফিচার৷ এই অ্যাপের মাধ্যমে জিও গ্রাহকরা তাঁদের পছন্দের সিনেমা, টেলিভিশন শো যখন খুশি দেখতে পারেন৷ প্রয়োজনে অফলাইন ডাউনলোড করেও দেখা যায়৷ রয়েছে অন ডিমান্ড ভিডিও লাইব্রেরিও৷
কিন্তু এই অ্যাপের সর্বশেষ আপডেটে জিও যে অফার নিয়ে এসেছে সেই খবর এখনও অনেকেই জানেন না৷ জিও সিনেমা অ্যাপের লেটেস্ট আপডেটে এসে গিয়েছে স্মার্ট ডাউনলোড ফিচার৷ যার মাধ্যমে গ্রাহকরা তাঁদের ডাউনলোডকে ‘শিডিউল’ করে রাখতে পারবেন৷ অর্থাৎ, আপনার প্রিয় সিনেমাটি কখন ডাউনলোড হবে সেই সময়টা আপনি আগে থেকেই ‘সেট’ করে রাখতে পারবেন৷
সবচেয়ে বড় কথা, জিও এখন নিয়ে এসেছে ‘হ্যাপি আওয়ার্স’৷ রাত দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত যত খুশি ডাউনলোড করুন কোনও খরচ বা লিমিট ছাড়াই৷ এই সময় মিলবে সম্পূর্ণ ফ্রি আনলিমিটেড ডেটা৷ ঘুমানোর আগে আপনার প্রিয় সিনেমা ডাউনলোড করতে বসিয়ে দিন, সকালের মধ্যেই সিনেমাটি ডাউনলোড হয়ে যাবে৷ তারপর যখন খুশি সেই সিনেমাটি আপনি দেখতে পারবেন৷
জিও সিনেমার লেটেস্ট আপডেটে গ্রাহকদের এক লক্ষ ঘন্টারও বেশি কনটেন্ট সার্ফিংয়ের সুযোগ দিচ্ছে মুকেশ অম্বানির সংস্থা৷ যে কোনও কনটেন্ট ডাউনলোড করা যাবে এক ক্লিকে৷ কীরকম কোয়ালিটির ভিডিও ডাউনলোড করবেন, সেই অপশনও রয়েছে৷ কম ডেটা খরচ করতে চাইলে ‘লো’ কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারেন৷ ডেটা খরচের চিন্তা না থাকলে হাই কোয়ালিটির ভিডিও তো রয়েইছে৷
অফলাইন ডাউনলোডের জন্য এই অ্যাপে আপাতত ৪ জিবি পর্যন্ত ডাউনলোড করার সুযোগ রয়েছে৷ তাই কোনও সিনেমা দেখা হয়ে গেলে সেটি আপনাকে মুছে ফেলতে হবে৷ নইলে নতুন সিনেমার জন্য স্টোরেজের অভাব হতে পারে৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.