রিলায়েন্স জিও’র সব পরিষেবা বিনামূল্যে মিলবে 31 মার্চের পরেও!

রিলায়েন্স জিও’র সব পরিষেবা বিনামূল্যে মিলবে 31 মার্চের পরেও!
HIGHLIGHTS

31 মার্চের পর আরও 2 মাস থেকে শুরু করে 2017-র ডিসেম্বর পর্যন্ত সমস্ত ফ্রি অফার চালু থাকতে পারে৷

জিও গ্রাহকদের ফের সুখবর শোনাতে পারে রিলায়েন্স জিও ইনফোকম৷ সূত্রের খবর, আগামী বছরের 31 মার্চের পরেও জিও ফ্রি সার্ভিস চালু থাকতে পারে৷ ফ্রি 4G ইন্টারনেট, ফ্রি রিচ ভয়েস কল-সহ যাবতীয় সুযোগ সুবিধার মেয়াদই আরও বাড়াতে পারে মুকেশ আম্বানির সংস্থা৷

টেলিকম অ্যানালিস্ট রাজীব শর্মাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার এই খবর জানিয়েছে৷ রাজীব শর্মা বলেছেন, “2017-র 31 মার্চের পরেও জিও তাদের সমস্ত ফ্রি পরিষেবা চালু রাখতে পারে৷” ৩১ মার্চের পর আরও 2 মাস থেকে শুরু করে 2017-র ডিসেম্বর পর্যন্ত সমস্ত ফ্রি অফার চালু থাকতে পারে৷

আরও দেখুন : সামসাং আনছে বইয়ের মতো ভাঁজ করা জোড়া স্ক্রিনওয়ালা স্মার্টফোন – রিপোর্ট

ইতিমধ্যেই ভোডাফোন ও এয়ারটেল দেশের বাজারে গ্রাহকদের আনলিমিটেড ফ্রি ভয়েস কল পরিষেবা দিতে শুরু করেছে৷ ফোর-জি হ্যান্ডসেট ইউজারদের জন্য ভোডাফোন নিয়ে এসেছে 144 ও 344 টাকার দুটি রিচার্জ অপশন, যেখানে গ্রাহকরা 28 দিন আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন৷ সঙ্গে পাবেন এক জিবি করে ডেটাও৷ প্রায় 200 মিলিয়ন প্রি-পেড গ্রাহকদের জন্য এই অফার লঞ্চ করেছে ভোডাফোন৷

প্রায় একই অফার এয়ারটেল নিয়ে এসেছে 345 টাকার রিচার্জে৷ এই অফারে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল তো মিলবেই, সঙ্গে পাওয়া যাবে 1GB 4G ডেটাও৷ অফারটির মেয়াদ 28 দিন পর্যন্ত৷ এয়ারটেলের সঙ্গে আইডিয়াও ফ্রি ভয়েস কল অফার বাজারে এনেছে৷ পিছিয়ে নেই এয়ারসেলও৷

দেশের শীর্ষ তিনটি টেলিকম সংস্থা ফ্রি ভয়েস কল, ডেটা প্যাক লঞ্চ করায় প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়ে জিও৷ কারণ দু’টি৷ প্রথমত, জিও বাজারে নতুন৷ ইউজাররা এখনও জিও পরিষেবার প্রতি পুরোপুরি ভরসা করতে শুরু করেননি৷ দ্বিতীয়ত, দেশের শীর্ষস্থানীয় সমস্ত ফোর-জি হ্যান্ডসেট নির্মাতার সঙ্গে জিও-র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি৷ এই দু’টি বিষয়ে ঢের এগিয়ে রয়েছে ভোডাফোন, এয়ারটেল৷

বিশেষজ্ঞদের অনুমান, ফ্রি ভয়েস কল ও ডেটার লোভে এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকরা জিও-র দিকে ঝুঁকেছেন৷ ওই গ্রাহকদের ধরে রাখতে ফ্রি সার্ভিস অফারের মেয়ার বাড়ানো ছাড়া মুকেশ আম্বানির হাতে আর খুব বেশি বিকল্প নেই৷ তাই মার্চের পরেও জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার অফার প্ল্যান’-এর মেয়াদ বাড়ানোর কথা চিন্তা-ভাবনা করছে৷

পয়লা ডিসেম্বর জিও গ্রাহকদের জন্য ওয়েলকাম অফারের সময়সীমা এবছরের 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 মার্চ 2017 পর্যন্ত চালু রাখার কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ পুরনো ঘোষণা অনুযায়ী আগামী 31 ডিসেম্বর জিও ফ্রি সার্ভিস শেষ হওয়ার কথা ছিল।

আরও দেখুন : আইডিয়ার নিয়ে আসল একটি নতুন অফার, এখন ভারতে কোথাও বিনামূল্যে করুন আনলিমিটেড কল

আরও দেখুন : সামসাং এর এই স্মার্টফোনে মিলছে বাম্পার ডিসকাউন্ট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo