ফের নতুন একটি পরিষেবা নিয়ে আসছে জিও

Updated on 16-Jan-2017
HIGHLIGHTS

জিওর এই ব্রডব্যান্ড সার্ভিস পেতে রাউটার কেনা ও ইনস্টলেশন খরচ পড়বে ৪৫০০ টাকা। পরীক্ষাস্তরে জিও ব্রডব্যান্ডে স্পিড পাওয়া যাচ্ছে ১০০Mbps।

ধামাকার পর ধামাক করে যাচ্ছে জিও। সস্তা নেট এর পর এবার ব্রডব্যান্ড সার্ভিস নিয়ে আসার কথা বলছে টেলিকম সার্ভিস জিও। ফের একটি নতুন পরিষেবা নিয়ে আসছে জিও। ১Gbps স্পিডে ব্রডব্যান্ড সার্ভিস। চলছে শেষ মুহূর্তে পরীক্ষানিরীক্ষা। শোনা যাচ্ছে, জিওর এই ব্রডব্যান্ড সার্ভিস পেতে রাউটার কেনা ও ইনস্টলেশন খরচ পড়বে ৪৫০০ টাকা। পরীক্ষাস্তরে জিও ব্রডব্যান্ডে স্পিড পাওয়া যাচ্ছে ১০০Mbps।

আরও দেখুন : লেনোভো আইডিয়াপ্যাড Y700 ল্যাপটপ যা আশ্চর্যজনক ফিচর্স দিয়ে সজ্জিত

ধামাকার পর ধামাক দিতে জিও-র জুড়ি মেলা ভার। শুরু হয়েছে 'ওয়েলকাম অফার'। জলের দরে ডেটা। বিনামূল্যে পরিষেবা। এই দুই মন্ত্রে ভিত্তি করে দেশের টেলিকম বাজার এখন কার্যত জিওর কবজায়। 'ওয়েলকাম অফারে' ব্যাপক সাড়া মেলার পর নতু বছরের শুরু থেকেই গ্রাহকদের জন্য জিওর উপহার 'হ্যাপি নিউ ইয়ার অফার'। এমনকী সবার হাতে হাতে জিও পৌঁছে দিতে শোনা যাচ্ছে জিও এবার ১৫০০ টাকায় স্মার্টফোনও নিয়ে আসতে চলেছে।

আরও দেখুন : হোয়াটসঅ্যাপ আনছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য জিআইএফ লাইব্রেরি

আরও দেখুন : BSNL মাধ্যমে ১৫,০০০ গ্রামে ২০১৭ সালের মধ্যে পৌঁছবে ওয়াই-ফাই

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :