জিও ‘হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে ট্রাইয়ের কোপে জিও

Updated on 28-Dec-2016
HIGHLIGHTS

জিওর জন্য ফের অস্বস্তি! আবারও ট্রাইয়ের স্ক্যানারের তলায় জিও। অভিযোগ, নিয়ম ভাঙছে জিওর 'হ্যাপি নিউ ইয়ার অফার'।

ছাড়…ছাড়…ছাড়… মুকেশ আম্বানির জিও বিপ্লব ঘোষণার সময় এটাই ছিল মূলমন্ত্র। আনলিমিটেড ফ্রি কল থেকে ফ্রি রোমিং। জলের দরে ডেটা। জিওর প্ল্যান ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশীয় টেলিকম বাজারে কার্যত শুরু হয়ে যায় ডেটা যুদ্ধ। 'জিও ওয়েলকাম অফার'-এর ব্যাপক সাড়া মেলায়, ৩ ডিসেম্বর থেকে বাড়িয়ে সেই অফার প্ল্যানের সময়সীমা করা হয় মার্চ, ২০১৭। নাম দেওয়া হয়, 'হ্যাপি নিউ ইয়ার অফার'।

আরও দেখুন : এয়ারটেল ডিজিটাল টিভি লঞ্চ করলো বাংলায় 'সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড’ (SVOD)

কিন্তু এখন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার অভিযোগ, নিয়ম ভাঙছে জিওর এই অফার। কারণ কোনও প্রোমোশনাল অফারই ৯০ দিনের বেশি চলতে পারে না। আর সেকারণে ইতিমধ্যেই জিওর কাছে জবাবদিহি চেয়েছে ট্রাই। পাশাপাশি জিওকে এটাও জানাতে বলা হয়েছে, ৩১ মার্চের মধ্যে জিওর গ্রাহকসংখ্যা কত হতে পারে, তার একটা সম্ভাব্য পরিসংখ্যান। সব উত্তর দেওয়ার জন্য জিওকে পাঁচদিন সময় দেওয়া হয়েছে।

আরও দেখুন : কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা

আরও দেখুন : বড়দিনের উপহারে মাত্র ২০ টাকায় নতুন সিনেমা দেখুন অনলাইনে!

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :