জিওফাই কেনার ক্ষেত্রে এবার জিও 3500 টাকার সুবিধা দিচ্ছে

জিওফাই কেনার ক্ষেত্রে এবার জিও 3500 টাকার সুবিধা দিচ্ছে
HIGHLIGHTS

জিওর এই 4G হটস্পটটি 10 টি ডিভাইস কানেক্ট করতে পারে

রিলায়েন্স জিও এবার নিজদের জিওফাই 4G ডিভাইসে 3500 টাকার সুবিধা দিচ্ছে। এই ডিভাইসের দাম 1999 টাকা, কিন্ত এটি কিনলে কোম্পানির ইউজার্সরা 3500 টাকার সুবিধা পাবে। এই ডিভাইসে স্যান্ডস্টোন ফিনিশের সঙ্গে নিয়ে আসা হয়েছে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই জিওফাই ডিভাইসটির সঙ্গে 10টি ডিভাইস কানেক্ট করা যেতে পারে। এতে একটি USB পোর্টও আছে। এটি একটি IEEE 802.11b/g/n 2.4G স্ট্যান্ডার্ড ডিভাইস। এর সঙ্গে এতে একটি মাইক্রো USB পোর্ট, মাইক্রো SD কার্ড স্লট আর ন্যানো সিম স্লট দেওয়া হয়েছে এই ডিভাইসে 2600 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসের সাইজ কেমন তা একবার দেখে নেওয়া যাক, জিওর অন্যান্য ডিভাইসের থেকে এটি বেশি লম্বা, কিন্তি বেশ পাতলা। এর সাইজ 96.6 X 65.2 X 15 mm। 

 

এই ডিভাইসটির সঙ্গে 3500 টাকার সুবিধা পাওয়ার জন্য ইউজার্সকে সবার আগে এই ডিভাইসটি কিনতে হবে, আর তার পরে এর জন্য নতুন জিও সিম নিতে হবে। সিম অ্যাক্টিভেট করার সময় 1295 টাকার আনলিমিটেড ভয়েস আর ডাটা প্ল্যান বাছতে হবে। এর পরে ইউজার্সদের "My Jio" অ্যাকাউন্টে Paytm, Ajio আর Reliance Digital এর মতন 2300 টাকা দামের ভাউচার্স পাওয়া যাবে।

সিম অ্যাক্টিভেট করার 24 ঘন্টার মধ্যে এই সিমটি জিওফাই ডিভাইসে দিতে হবে। ইউজার্সকে 1295 টাকার 8, 6 আর 4 মাসের মধ্যে আনলিমিটেড ডাটা বাছতে দেবে। তিনটি আলাদা আলাদা ডাটা প্ল্যান পাওয়া যাচ্ছে। 8 মাসের অপশান নিতে প্রতিদিন 1.5GB ডাটা, 6 মাসের অপশান নেওয়ার জন্য 2GB ডাটা আর 4 মাসের অপশান নেওয়ার পরে 3GB ডাটা পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo