সস্তা হল জিও গিগাফাইবার পরিষেবা, পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে!
জানা গেছে যে 2000 টাকা দাম কমেছে জিও গিগাফাইবারের
এর স্পিড হবে 50Mbps
এই বিষয়ে জিও অফিসিয়ালি কিছু জানায়নি
ভারতে এখনও আসব আসব করেও অফিসিয়াল আসেনি জিওর গিগা ফাইবার পরিষেবা। কিন্তু এর মধ্যেই জানা গেছে দাম কমছে এই পরিষেবার। এত দিন জানা ছিল যে জিওর গিগা ফাইবার পরিষেবার জন্য 4,500 টাকা দিতে হবে। তবে এবার জানা গেছে যে হাজার দুয়েক টাকা দাম কমে জিও গিগা ফাইবার এবার 2500 টাকার হচ্ছে।
জিও গিগা ফাইবার পরিষেবার জন্য সবাই যখন অধির আগ্রহে অপেক্ষা করছেন ঠিক সেই সময়েই জিও গিগাফাইবার বিষয়ে নতুন এই খবরটি সামনে এল। আর এই খবর সামনে আসার পর থেকেই স্বাভাবিক ভাবে গ্রাহকদের উৎসাহ চোখে পরার মতন।
আসলে সম্প্রতি চেন্নাই আর মুম্বাইয়ের গ্রাহকরা 2500 টাকার সিকিউরিটি ডিপোজিটের বদলে জিও গিগা ফাইবার পরিষেবা পাওয়া শুরু করেছেন বলে জানা গেছে। আর এই কানেকশানের সঙ্গে থাকছে একটি অপ্টিকাল টার্মিনাল আর সঙ্গে আছে ONT ডিভাইসে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাইয়ের সুবিধা। আর এই ওয়াইফাই 50Mbps স্পিডে কাজ রকবে। আর এবার এই নতুন অফারে দাম কমছে জিও গিগা ফাইবারের।
একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে জানা গেছে জে এবার জিও তাদের এই নতুন গিগাফাইবারের দামের সঙ্গে আরও কিছু দরকার জিনিস দিচ্ছে।
এই নতুন 2500 টাকার প্ল্যানের বিষয়ে সেই সব কিছু যা আপনাদের জানা দরকার
- এই 2500 টাকার প্ল্যানে একটি রাউটার পাওয়া যাচ্ছে। আর অন্য দিকে এর 4500 টাকার প্ল্যানে একটি ডুয়াল ব্যান্ড রাউটার 2.4GHz-5GHz সাপোর্ট করে।
- এই নতুন প্ল্যানের নেটওয়ার্ক স্পিড 50Mbps। আর যা জিও গিগাফাইবারের 4500 টাকার প্ল্যানের হাফ স্পিড কারন এই প্ল্যানে 100mbps স্পিড অফার করা হচ্ছে।
- যারা এই সস্তার প্ল্যানটি নিচ্ছেন তারা জিও গিগাফাইবার ভয়েস পরিষেবা পাচ্ছেন যা ব্রডব্যান্ড কলের জন্য প্রযোজ্য।
- এর সঙ্গে এও জানা গেছে একটি রিপোর্ট থেকে যে জিও সাবস্ক্রাইবাররা এই 2500 টাকার প্ল্যানে জিও টিভি অ্যাপও পাচ্ছে।
- কম দামের কম স্পিডের থেকে সাবস্ক্রাইবাররা 1100GB ডাটা প্রতি মাসে পাচ্ছে।
তবে এই সব নিয়ে এখনও পর্যন্ত জিও কিছু অফিসিয়ালি জানায়নি। এই সবই বিভিন্ন লিক আর রিউমার্স থেকে জানা গেছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।