রিলায়েন্স জিও আরও একবার অন্য টেলিকম কোম্পানিকে পেছেন ফেলে দিল, আসলে আরও একবার জিও জিতে নিল সেরা 4G ডাউনলোড স্পিডের তকমা

Updated on 08-Dec-2017
HIGHLIGHTS

রিলায়েন্স জিও গড়ে 21.9 mbps অব্দি হাইঅ্যাস্টার 4G ডাউনলোড স্পিড অফার করেছে, আর সেখানে ভোডাফোনের স্পিড মাত্র 8.7 mbps, আইডিয়ার গড়ে 4G আপলোড স্পিড 6.4 mbps ভোদাফোন আর জিওর আপ্লোদ স্পিড যথাক্রমে 5.8 ও 4.3 mbps

রিলায়েন্স জিওর নভেম্ব্রর মাসে গড় 4G ডাউনলোড স্পিড 21.9 mbps। আর এর পরে জিও ভারতের অন্যান্য টেলিকম অপারেটেরাদের এই ক্ষেত্রে হারিয়ে দিয়েছে। TRAI এর রিপোর্ট দিয়ে পিটিআই এর রিপোর্ট অনুসারে এই তালিকায় দ্বিতীয় নাম ভোডাফোনের। আর আইডিয়া আর এয়ারটেলের অবস্থান এর বেশ কাছাকাছি। 4G আপলোড স্পিডের বিষয়ে আইডিয়া বিজয়ী হয়েছে আর এখানেও দ্বিতীয় স্থানে ভোডাফোন আর এই তালিকায় তৃতীয় নাম জিওর।

ট্রাইয়ের মাইস্পিড অ্যাপের ডাটা অনুসারে জিওর গড় 4G ডাইনলোড স্পিড 21.9 mbps। এর আগে আগস্টে কোম্পানির ডাউলোড স্পিড 19.3 mbps রেকর্ড করা হয়েছিল। আর সেখানে ভোডাফোণের গড় ডাউনলোড স্পিড ছিল 8.7 mbps আর এয়ারটেল ও আইডিয়ার 4G স্পিড যথাক্রমে 8.6 mbps আর 7.5 mbps ছিল।

আমরা যদি 4G আপলোড স্পিড দেখি তবে দেখব যে আইডিয়া 6.4 mbps স্পিডের সঙ্গে এইক্ষেত্রে অন্য অপারেটারদের হারিয়ে দিয়েছে। এর পরেই এই তালিকায় আছে ভোডাফোনের নাম যার স্পিড 5.8 mbps আর রিলায়েন্স জিও 4.3 mbps স্পিড নিয়ে তৃতীয় স্থান অধিগ্রহণ করেছে। আর সেখানে এয়ারটেলের 4G আপলোড স্পিড 4 mbps। 

Connect On :