ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হল Jio। এই সংস্থার তরফে একাধিক প্ল্যান অফার করা হয়ে থাকে গ্রাহকদের। কোনটার বৈধতা একমাসের, কোনটা ত্রৈমাসিক তো কোনটা 6 মাস বা 1 বছরের। কোথাও কলিং সুবিধে মেলে তো কোথাও আবার ডেটা। যাঁর যেমন প্রয়োজন তিনি তেমন প্ল্যান নিজের জন্য Jio- এর ঝুলি থেকে বেছে নিতে পারেন। কিন্তু Jio যে কটা প্ল্যান অফার করে সেখানে প্রতিটা প্ল্যানেই কম বেশি দৈনিক লিমিট আছে। কোনও প্ল্যানে একদিন 1 GB হাইস্পিড ডেটা মেলে তো কোনটায় 2 GB তো কখনও আবার 1.5 বা 2.5 GB ডেটা মেলে।
আসলে এটা কেবল Jio বলে নয়, সব টেলিকম সংস্থাই তাদের প্রতিটা প্ল্যানের একটি সীমা টেনে দেন যে প্রতিদিন এত ডেটা খরচ করা যাবে। তবে আপনি কি জানেন Jio -এর কাছে এমন একটি প্ল্যান আছে যেখানে এসবের কোনও ব্যাপার নেই? একদমই তাই, আপনি রোজ কত ডেটা খরচ করবেন সেটা এই প্ল্যান নির্ধারণ করে দেয় না। আপনি আপনার প্রয়োজন মতো দিনে যত খুশি ডেটা ব্যবহার করতে পারেন। Jio -এর এই প্ল্যানের নাম Jio Freedom Plan। মাত্র 296 টাকা দাম এটির। এখানে আর কোন কোন সুবিধা মেলে জানেন? দেখুন।
1. Reliance Jio -এর তরফে আগে একগুচ্ছ Freedom Plan অফার করা হলেও এখন কেবল মাত্র একটি Freedom Plan উপলব্ধ আছে এই সংস্থার কাছে। বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
2. এই প্ল্যান রিচার্জ করার জন্য 296 টাকা খরচ করতে হয়। এই প্ল্যানের বৈধতা 1 মাস বা 30 দিন। এখানে 30 দিনের জন্য গ্রাহকরা মোট 25 GB ডেটা পেয়ে থাকেন। তবে এই ডেটা আপনি কতদিনে কীভাবে খরচ করবেন সেটা Jio বেঁধে দেয়নি। অর্থাৎ আপনি এটা গোটা এক মাস ধরে খরচ করতে পারেন। এবার দরকার সেটা এক সপ্তাহ কিংবা এক দিনেও শেষ করতে পারেন। মোদ্দা কথা আপনি 30 দিনের জন্য এখানে 25 GB ডেটা পাবেন, এবার সেটা কী করে খরচ করবেন সেটা আপনার উপর।
3. সঙ্গে এখানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সুবিধা। এটির সাহায্যে ভারতের যে কোনও প্রান্তে ফ্রি কল করা যাবে।
4. সঙ্গে রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
5. একই সঙ্গে গ্রাহকরা এখানে Jio এর নানা অ্যাপস যেমন Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud, ইত্যাদি অ্যাপের সুবিধা পেয়ে যাবেন।
1. Airtel- এর এই রেঞ্জের মধ্যে কোনও ফ্রিডম প্ল্যান নেই। তবে এই টেলিকম সংস্থার তরফে 299 টাকায় দৈনিক 1.5 GB ডেটা ব্যবহার করতে দেওয়া হয়। সঙ্গে আনলিমিটেড কল বা মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
2. অন্যদিকে Vi -এর তরফেও Airtel এর মতো প্ল্যান অফার করা হয় যেখানে রোজ 1.5 GB ডেটা ব্যবহার করার সুযোগ সহ রোজ 100টি মেসেজ পাঠানো যাবে। সঙ্গে আনলিমিটেড কল করার সুবিধা তো আছেই।