digit zero1 awards

Jio Diwali Offer: জিও আরও একটি ধামাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে

Jio Diwali Offer: জিও আরও একটি ধামাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে
HIGHLIGHTS

সম্প্রতি Reliance Jio নতুন একটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, অন্যান্য টেলিকম কোম্পানির ট্যারিফ প্ল্যান গুলিকে করা টক্কর দেওয়ার জন্য রিলায়েন্স জিও 1,699 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, আর এর সঙ্গে দীপাবলির সময়ে কোম্পানি সব প্রিপেড প্ল্যানে 100% ক্যাশব্যাক দিচ্ছে

সম্প্রতি Reliance Jio নতুন একটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, অন্যান্য টেলিকম কোম্পানির ট্যারিফ প্ল্যান গুলিকে করা টক্কর দেওয়ার জন্য রিলায়েন্স জিও 1,699 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। আর এর সঙ্গে দীপাবলির সময়ে কোম্পানি সব প্রিপেড প্ল্যানে 100%  ক্যাশব্যাক দিচ্ছে।

বিগত বেশ কিছু মাসে টেলিকম অপারেটার রিলায়েন্স নতুন কোন ট্যারিফ প্ল্যান নিয়ে আসেনি আর এবার কোম্পানি একটি দারুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। আর প্রায় 10 মাস পরে রিলায়েন্স জিও এই প্রিপেড প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে। কোম্পানি 1,699 টাকার বাৎসরিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। আর এই প্যানে জিও প্রতিদিন 1.5GB ডাটা দেয়। আর এর মানে এই যে 365 দিনের জন্য মোট 547.5GB ডাটা পাওয়া যায়। আর এই প্ল্যানে রিচার্জ করার পরে ডাটার সঙ্গে ইউজার্সরা কোন রকমের FUP লিমিটের আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। আর এর সঙ্গে প্রতিদিন 100টি SMS এই প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে।

Reliance Jio দীপাবলি অফারে প্রিপেড প্ল্যানে 100% ক্যাশব্যাক পান

টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও দীপাবলিতে ইউজার্সদের ক্যাশব্যাকের উপহার দিদচ্ছে। আর এই ক্যাশব্যাকে ইউজার্সরা সব প্রিপেড প্ল্যানে 100% ক্যাশব্যাক পাবেন। কোম্পানি 149 টাকা, 198 টাকা, 299 টাকা, 398 টাকা, 399 টাকা, 448 টাকা, 449 টাকা, 498 টাকা, 509 টাকা, 799 টাকা, 999 টাকা, 1,699 টাকা, 1,999 টাকা, 4,999 টাকা আর 9,999 টাকার প্রিপেড প্ল্যানে অফার পাওয়া যাচ্ছে।

এটা খেয়াল রাখতে হবে যে এই ক্যাশব্যাকের অফার 100 টাকার বেশি রিচার্জে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে 1,699 টাকার প্ল্যান নিলে ইউজার্সরা জিওর 500 টাকার তিনটি আর 200 টাকার একটি ভাউচার পাচ্ছে। আর এই সব ক্যাশব্যাক রিলায়েন্স ডিজিটাল স্টোরে 5,000 টাকার নুন্যতম কেনাকাটায় রিডিম করা যাবে। আর আপনাদের বলে রাখি যে এই ভাউচার গুলি 31ডিসেম্বর 2018 পর্যন্ত বৈধ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo