digit zero1 awards

রিলায়েন্স জিওর দিওয়ালী স্পেশাল ক্যাশব্যাকের বিষয়ে জানুন

রিলায়েন্স জিওর দিওয়ালী স্পেশাল ক্যাশব্যাকের বিষয়ে জানুন
HIGHLIGHTS

এই ক্যাশব্যাক ডিজিটাল কুপন হিসাবে আসবে, যা মাই জিও অ্যাপ বা জিওর ডিজিটাল স্টোরের কেনাকাটায় ব্যাবহার করা যাবে

সবে শেষ হয়েছে দুর্গা পুজো আর এবার আসতে চলেছে দীপাবলি, আর এই উৎসবের মরসুমে জিওর তরফে দারুন একটি খবর এসেছে। এই উৎসবের মরসুমে এবার জিও নিয়ে এসেছে 100% ক্যাশব্যাকের অফার। এই অফার শুরু হচ্ছে 149 টাকা থেকে। আর যে কোন রিলায়েন্স জিওর ডিজিটাল স্টোর থেকে 5000 টাকার কেনাকাটায় এই ক্যাশব্যাকের ডিজিটাল কুপন ব্যাবহার করা যাবে।

এই ক্যাশব্যাক ডিজিটাল কুপনের মাধ্যমে আসবে। আর এটি সর্বাধিক 9999 টাকার রিচার্জ পর্যন্ত বৈধ হবে। আর এই ক্যাশব্যাকের ডিজিটাল কুপন সর্বাধিক দুটি ব্যাবহার করা যাবে। আসুন আমরা আজকে এই ক্যাশব্যাকের বিষয় কিছু ডিটেল জেনে নি।

জিওর ক্যাশব্যাক অফারের বিষয়ে কিছু কথা

  • 149 টাকার বেশি সব প্রিপেড রিচার্জে 100% ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • এই ক্যাশব্যাক কুপন হিসাবে পাওয় আজাবে। মাই জিও অ্যাপে এই কুপন আসবে।
  • যত টাকার রিচার্জ করবেন তত টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • একের বেশি রিচার্জ করলেও ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • সব নতুন আর পুরনো ইউজার্সরাই এই ক্যাশব্যাকের অফারটি পাবেন।
  • এই ক্যাশব্যাক অফার শুধু প্রিপেড রিচার্জে পাওয়া যাবে।
  • রিলায়েন্স ডিজিটাল স্টোর বা মাই জিও অ্যাপ থেকে 5000 টাকা বা তার বেশি কেনাকাটায় এই কুপন ব্যাবহার করা যাবে।
  • এই অফারটি 30 নভেম্বর পর্যন্ত ব্যাবহার করা যাবে।
  • এই অফারের সব কুপন 2018 সালের 31 ডিসেম্বরের আগে রিডিম করতে হবে।
  • আর 500 টাকার বেশি রিচার্জে একাধিক কুপন পাওয়া যাবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo