Good news for Jio users get Unlimited Free JioHotstar for 30 Days
Reliance Jio দেশে সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। জিও তার গ্রাহকদের সস্তা এবং কম দামে রিচার্জ প্ল্যান অফার করে। গ্রাহকদের সুবিধা হিসেবে কোম্পানি সময় সময় নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনতে থাকে। জিও এর রিচার্জ পোর্টফলিওতে সস্তা এবং দামি দুটি রকমের প্ল্যান রয়েছে।
আমরা এখানে জিও এর এমন একটি রিচার্জ প্ল্যানের বিষয় বলবো যা 90 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। এছাড়া এই প্ল্যানের সাথে আরও একাধিক সুবিধা দেওয়া হয় যা Airtel, Vi এবং BSNL এর চিন্তা বাড়িয়ে দিয়েছে।
জিও এর যেই রিচার্জ প্ল্যানের আমরা কথা বলছি সেটি 899 টাকা দামে আসে। এতে 90 দিন যার মানে তিন মাসের দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলিং যা যেকোনো নেটওয়ার্কে করা যাবে। কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100 ফ্রি SMS ও থাকছে।
ডেটা সুবিধার পাশাপাশি, এতে 90 দিনে মোট 180 জিবি ডেটা পাওয়া যাবে। আপনি প্রতিদিন 2 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। কোম্পানি গ্রাহকদের এতে 20 জিবি ডেটা অতিরিক্ত দিচ্ছে। যার মানে জিও রিচার্জ প্ল্যানে মোট 200 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে।
এই প্ল্যানের সাথে ডেটা সুবিধাও থাকছে। এতে 90 দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।